
fossils - aro ekber translated in english كلمات أغنية
এতটা পথ পেরিয়ে
এসেছি তবু দু’জনে
যেন হয়ে গেছি, আরও… অচেনা
এতটা পথ পেরিয়ে
এসেছি তবু দু’জনে
যেন হয়ে গেছি, আরও অচেনা
স্বপ্নেরা তবু খুঁজে যায়
জীবনের শেষ সীমানায়
আছে কি রাখা বাঁচার, ঠিকানা
আরও একবার চলো ফিরে যাই
পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই
আকাশের হাতছানিতে সাড়া দিই
কী হবে না ভেবে?
আরও একবার হাতটা ছুঁয়ে দ্যাখ
আজও আমাদের ইচ্ছেগুলো এক
আমি জানি তুই আবার হারাবি নিজেকে, নিজেকে
আরও একবার রাজি আমি
আমি রাজি ঝুঁকি নিতে
তোর চোখে উঁকি দিতে
সম্মোহনের আমন্ত্রণে
আরও একবার রাজি আমি
আমি রাজি ঝুঁকি নিতে
তোর চোখে উঁকি দিতে
সম্মোহনের আমন্ত্রণে
বেশি কথা থাক বোলো না
ঠেকে শেখা গেছে ছলনা
পরিবর্তন এলো না তবু মনে
স্বপ্নেরা তবু খুঁজে যায়
জীবনের শেষ সীমানায়
আছে কি রাখা বাঁচার, ঠিকানা
আরও একবার চলো ফিরে যাই
পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই
আকাশের হাতছানিতে সাড়া দিই
কী হবে না ভেবে?
আরও একবার হাতটা ছুঁয়ে দ্যাখ
আজও আমাদের ইচ্ছেগুলো এক
আমি জানি তুই আবার হারাবি নিজেকে, নিজেকে
আরও একবার চলো ফিরে যাই
পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই
আকাশের হাতছানিতে সাড়া দিই
কী হবে না ভেবে?
আরও একবার হাতটা ছুঁয়ে দ্যাখ
আজও আমাদের ইচ্ছেগুলো এক
আমি জানি তুই আবার হারাবি নিজেকে, নিজেকে
كلمات أغنية عشوائية
- host - years of suspicion كلمات أغنية
- kyle rencher - the shorty is finna ride me كلمات أغنية
- chino u know - pase lo que pase كلمات أغنية
- mid city - compromise كلمات أغنية
- ruurd woltring - higher power كلمات أغنية
- mara (fra) - bibi qui claque كلمات أغنية
- dr. robert - circular quay كلمات أغنية
- i don't speak french - bomb shelter garden كلمات أغنية
- bount - i’m fine كلمات أغنية
- ynbe - the main one كلمات أغنية