fokir lal miah - lal ekla eksho كلمات الأغنية
ছদ্ম বেশী ফকির আমি চিন্না চিনে না,
উচিত কথা কইলে দেশে মার্কেট মিলেনা,
কামের সময় ডাইকা দেখছি শুইন্না শুনে না,
আর বিপদের সময় চাইয়া দেখে কাছে আইব না,
কষ্ট পাইলে মজা লইব খারাপ লাগে না,
হাত বাড়াইলে গালি দিব ফিরা চাইবো না,
কামের সময় কইরা দেখাই মানুষ খুঁজি না,
লাল একলা একশ ডাইকা দেখ আর কেউ লাগে না।
ওই আমরা ছয় নম্বরে থাকি রেপ গান আমরা গাই,
তোমরা শুইনা খালি মাথা ঝুলাও নিজের গলা নাই,
তোমরা বাঁকা কইরা টুপি পিন্দ মাথায় মগজ নাই,
চশমা পইরা গাড়ি চালাও তেলের পয়সা নাই,
কে কই থেইকা আইসো লালে খবর সবই রাখে,
মোল্লা কই আর যাইব মসজিদ ভালো কইরা জানে,
হুকুম ছাড়া হক কথা কই গাল ফুইল্লা যায় রাগে,
কথার সময় সব বাঙালি কামের সময় ভাগে,
দুশমনি সব লালের লগে মাইক লাগাইয়া ডাকে,
দুয়া করে ফকির যাতে ভাত না খাইয়া মরে,
শকুন যদি দুয়া করে গুরু মরে না,
বারি খাইলে মাথা ফাটে মনতো ভাঙ্গে না,
দশের দোষী ফকির আমি কিচ্ছু জানি না,
লালে বিপদ খুঁইজা বেড়ায় টাইনা আনে না,
ফকির আমি গান ভুইলা যাই মানুষ ভুলি না,
রীতি নীতি মাইনা চলি বিক্রি করি না।
বিদেশ আইসা কষ্ট করছি মাসের পরে মাস,
জীবন যুদ্ধে আটটা লেটার ফাস্ট ডিভিশন পাস,
মাটি খুইড়া খবর দিছি ভালোবাসার লাস,
ছেঁকা খাইছি খুশী হইছো কোমর তুইলা নাচ,
দুঃখ আমার তোগো খাবার লবণ মাইরা খাস,
চোরের মুখে বাংলা বেটার রুমাল দিয়ে ঢাক,
তোরা কে আর কি কাম করো পরের কথা রাখ,
দু’হাত তুইলা দোয়া করি বাইচা তোরা থাক,
কথা আছে কইতে দে হুমকি আবার দিব কে?
ছয় নম্বরের ফকির আমি রাখে আল্লাহ মারে কে?
লালের মাথায় দোষ আছে শালিস ডাইকা বিচার দে,
মোড়ল মেম্বার সব ডাইকা আন দেখি লালরে থামায় কে?
লালের মানুষ যেইখানে লালের মনও সেইখানে,
ফকিররে যে আপন ভাবে দেখা হবে বিজয়ে,
আপন যারা তারা ছাড়া কাউরে চিনি না,
হাত বাড়াইলে রক্ত দিমু ফিরত চাইমু না,
দুই চাইর দিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন,
ঘাড় থেইকা সব ভূত পালাইব ফকির জানে মন্ত্র,
বাংলা রেপের নাম ফালাইছে টাকা মারার যন্ত্র,
পোলা পাইনরে রেপ শুনাইয়া বানাইছে সব ভক্ত,
নিজের ভাল মিউজিক আছে লাগবো খালি কণ্ঠ,
সব টাকা সে নিজে কামায় রেপাররা দে ছন্দ,
বাংলা রেপের ইস্কুল কইলাম আজকে থেইকা বন্ধ,
বাংলা রেপের জন্মের আগেই পলিটি ক্সের গন্ধ,
গানের দেশে সবাই রাজা কেউ রাজা কেউ প্রজা না,
শিল্পী নিজেই শিল্পী খুঁজে খবর দিয়ে পাঠায় না,
নিজেরে খুব বড় ভাব রাখো তোমার ধারণা,
বাংলা রেপের রাজা ফকির ছুটো চোখে চাইয়ো না,
লালের কথা লালের গলা শুইনা সবাই দেওয়ানা,
লালের গলা শুনব তারা বাজনা যদি বাজে না,
নাম কামাইছো ভালো করছো দাম দেখাইয়ো না,
কওয়ার ছিল কইছি দেইখা ঘাড় ফুলাইয়ো না।
كلمات أغنية عشوائية
- peter james - winter is coming كلمات الأغنية
- kasey chambers - another lonely day كلمات الأغنية
- madeintyo - savannah sunset كلمات الأغنية
- sfdk - resistiendo por ti (bonus track) كلمات الأغنية
- ateez - my way كلمات الأغنية
- *jherz* - 20 miligram كلمات الأغنية
- petit fantôme - easy come easy go كلمات الأغنية
- swingrowers - butterfly كلمات الأغنية
- foulques nera - aucune raison كلمات الأغنية
- andrew douglas - feeling low كلمات الأغنية