fokir lal miah - bichar chai كلمات الأغنية
[chorus]
সারাদেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই
ভালা মাইষের ভাত নাই, আদালতে আইন নাই
কোর্ট_কাচারি চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই
এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে মানুষের কি চোখ নাই?
স্বাধীনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই
দেশপ্রেমিকে চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই
যেই দেশেতে ঠাঁই নাই, সেই দেশেতে মানুষ থাকলে মুজিব হত্যার বিচার চাই
[verse 1]
৭১’এর দালালরা, হুঁশিয়ার সাবধান।
অস্ত্র থাকে কাপুরুষের লাল বাহিনীর rap গান
ধর্মের নামে ধান্দাবাজী, এই শালারা বেঈমান
মূর্খ মানব মন্ত্রী হইছে, লাত্থি মাইরা চেয়ার ভাঙ
রাজনিতিতে রাজা হইছ, রক্ত হাতে মুসলমান
ফকির লালে সালিশ ডাকছে আলবদরগো ডাইকা আন
স্বাধীন দেশে বোমা মারে, মারবার আগে আরেকবার
গুতাম শাটের খোলার আগে, লালের বুকে বোমা মার
দেলু দালাল দাড়ি রাখলে মানুষ কিন্তু বদলে না
মুসলমানের বাচ্চা আমরা, আল্লাহ্ রাসুল শিখাইস না
ভাইরা আমার রক্ত দিছে, এই কথাটা ভুলিস না
সরকার খেলে কানামাছি, চোখে দালাল দেখে না
কেয়ামতের ময়দানেও লালে তোগো ছাড়বো না
বাংলা rap_এর বন্দুক হাতে, খোদার কছম বাঁচবি না
ভুল তো করে সবাই, কিন্তু কিছু ভুলের মাফ নাই
ভাইরা আমার জীবন দিছে, আলবদরগো বিচার চাই
[chorus]
সারাদেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই
ভালা মাইনসের ভাত নাই, আদালতে আইন নাই
কোর্ট_কাচারি চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই
এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে মানুষের কি চোখ নাই?
স্বাধীনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই
দেশপ্রেমিকে চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই
যেই দেশেতে ঠাঁই নাই, সেই দেশেতে মানুষ থাকলে মুজিব হত্যার বিচার চাই
[verse 2]
শহীদ জিয়ার সৃতি স্বরূপ কিছু কথা লিখতে চাই
হঠাৎ কইরা কি যে হইল? কাগজ আছে, কলম নাই
৭৫’এর মীর্জাফর বাঙালীরা ভোলে নাই
কলম হাতে ঠিকই লালের, বাঁইচা গেছো, লিখি নাই
হুমকি দিয়া কি লাভ মিয়া? ফকিরের আর কীসের ভয়?
রক্ত হাতে, চশমা চোখে, খুনি ক্যামনে শহীদ হয়?
চামচিকারে বাংলাদেশে কে বানাইল মাতব্বর?
লাল সবুজে শরীর ঢাকা, সব শালারা মীর জাফর
“জয় জয় পাকিস্তান” “জয় জয় মুসলমান”
দালালরা সব ঐক্যজোটে দেশ বানাইছে গোরস্থান
ষড়যন্ত্রের শিকার, কিন্তু বঙ্গবন্ধু মরে নাই
মার্চ মাসের ভাষণ আমি ঘুমে থাইকা শুনতে পাই
থানা পুলিশ ডাইকা আন, খুন খারাবি করতে চাই
বঙ্গবন্ধু বাইচা আছে, বাঙালীরা বাঁইচা নাই
শেখ হাসিনার দলে আমি ভর্তি হইতে আসি নাই
আমি একজন বাংলাদেশী, মুজিব হত্যার বিচার চাই
[chorus]
সারাদেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই
ভালা মাইনষের ভাত নাই, আদালতে আইন নাই
কোর্ট_কাচারি চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই
এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে মানুষের কি চোখ নাই?
স্বাধীনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই
দেশপ্রেমিকে চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই
যেই দেশেতে ঠাঁই নাই, সেই দেশেতে মানুষ থাকলে মুজিব হত্যার বিচার চাই
[verse 3]
কলম হাতে ফকির লালের আজকে যদি মৃত্যু হয়
আমার খাতায় জীবনযুদ্ধের এইটাই সবচেয়ে বড় জয়
কথা দিছো দোকান খুইলা, আমার কওয়ার আছে কী?
ইচ্ছা মতো দেশ চালাইলে গণতন্ত্রের দরকার কি?
মাইরা_ধইরা আছে যা, সব খা তাতে আমার কী?
চাউলের কেজি ৩০ টাকা, দিনমজুরে খাইব কী?
কৃষক_শ্রমিক উপস থাকলে স্বাধীনতার মূল্য কী?
তোমার ভাই, আমার ভাই, ফাইজলামির আর সীমা নাই
সব ভাইরেই দেখা আছে। কোন ভাইয়ের বিশ্বাস নাই
বন্দুক নিয়া ঘুরলে কী লাভ? গুল্লি যদি ফোটে না
পুলিশ থাইকা দেশে কী লাভ? ডাকাইত যদি ধরে না
লালের যত মাথা ব্যথা, আর কি দেশে মানুষ নাই?
সালাম, রফিক রক্ত দিছে, রাষ্ট্র ভাষা বাংলা চাই
ওদের স্বপ্ন সফল হওয়ায় আমার কোন কষ্ট নাই
মতিউরের জাহাজ ভাঙছে, স্বপ্ন কিন্তু ভাঙে নাই
আজকে দেশে মানুষ আছে, একটা খালি প্রেমিক নাই
[chorus]
সারাদেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই
ভালা মাইনষের ভাত নাই, আদালতে আইন নাই
কোর্ট_কাচারি চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই
এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে মানুষের কি চোখ নাই?
স্বাধীনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই
দেশপ্রেমিকে চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই
যেই দেশেতে ঠাঁই নাই, সেই দেশেতে মানুষ থাকলে মুজিব হত্যার বিচার চাই
সারাদেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই
ভালা মাইনষের ভাত নাই, আদালতে আইন নাই
কোর্ট_কাচারি চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই
كلمات أغنية عشوائية
- prettyganglove - iphone كلمات الأغنية
- redwlf - fiction كلمات الأغنية
- gerron - roll away كلمات الأغنية
- gyanma - triángulo de bermuda كلمات الأغنية
- jason cole - make a meal (food for thought) كلمات الأغنية
- didier awadi - gosse soldat كلمات الأغنية
- rimeren - impatient كلمات الأغنية
- aiha higurashi - secrets كلمات الأغنية
- nightly - radiohead كلمات الأغنية
- emily ann roberts - he set her off كلمات الأغنية