
firoze jong - half glass carew كلمات أغنية

[verse 1]
যেদিন থে sober সেদিন থে সবার মতো উইঠা আমি ভাবি সকাল সকাল
কেউ ঘুম, কেউ গুম, কারো বিলাসবহুল room
আর আমার বাসায় নাই একদিনের বাজার
এ অল্প বিদ্যা ভয়ংকরী
আমার জ্ঞানের আলোয় আমি মরি মরি
দুইটা mood, wish i could
ঘুষাই নাইলে দেই ডুব
আকাশ পানে চাইয়া দেই গড়াগড়ি
যেদিন থে sober সেদিন থে সবার মতো উইঠা আমি ভাবি সকাল সকাল
কেউ ঘুম, কেউ গুম, কারো বিলাসবহুল room
আর আমার বাসায় নাই একদিনের বাজার
এ অল্প বিদ্যা ভয়ংকরী
আমার জ্ঞানের আলোয় আমি মরি মরি
দুইটা mood, wish i could
ঘুষাই নাইলে দেই ডুব
আকাশ পানে চাইয়া দেই গড়াগড়ি
[pre_chorus]
বৃষ্টি দিনে হৃদয় পোড়ে
বসে আছি আমি ফুটপাথ ধরে
ফিরোজ আইসা মাথার উপর
আমার একটা কালো ছাতা ধরে
বৃষ্টি দিনে হৃদয় পোড়ে
বসে আছি আমি ফুটপাথ ধরে
(সইতে পারি না, বইতে পারি না)
ফিরোজ আইসা মাথার উপর
আমার একটা কালো ছাতা ধরে
(কানতে পারি না, মরতে পারি না)
হাতে দেয় আমায় একটা glass
আর হাসতে হাসতে শালা বলে
[chorus]
চোখেতে পানি, ঢাল half glass carew
আকাশে মেঘ, ঢাল half glass carew
হাসি বা কাশিতে, ঢাল half glass carew
মামা half glass carew, মামা half glass carew
চোখেতে পানি, ঢাল half glass carew
আকাশে মেঘ, ঢাল half glass carew
অভাবে_স্বভাবে, half glass carew
মামা half glass carew, মামা half glass carew
[instrumental break]
[verse 2]
অভিমানে কারো কানে
রেখেছি কত কথা সজনে যতনে
ভুলতে ব্যাথা অযথা
খালি বুকে জমিয়েছি কত কথা
আমার বুকে বোমা হামলা
কোন থানা পুলিশ নেয় না এইসব মামলা
যেদিকে যাই শুকায়ে যায়
বুকে নেয় না কেউ আমায়
কোথায় রাখি আমার এত বড় মনডা
[pre_chorus]
বৃষ্টি দিনে হৃদয় পোড়ে
বসে আছি আমি ফুটপাথ ধরে
ফিরোজ আইসা মাথার উপর
আমার একটা কালো ছাতা ধরে
বৃষ্টি দিনে হৃদয় পোড়ে
বসে আছি আমি ফুটপাথ ধরে
(সইতে পারি না, বইতে পারি না)
ফিরোজ আইসা মাথার উপর
আমার একটা কালো ছাতা ধরে
(কানতে পারি না, মরতে পারি না)
হাতে দেয় আমায় একটা glass
আর হাসতে হাসতে শালা বলে
[chorus]
চোখেতে পানি, ঢাল half glass carew
আকাশে মেঘ, ঢাল half glass carew
হাসি বা কাশিতে, ঢাল half glass carew
মামা half glass carew, মামা half glass carew
চোখেতে পানি, ঢাল half glass carew
আকাশে মেঘ, ঢাল half glass carew
অভাবে_স্বভাবে, half glass carew
মামা half glass carew, ঢাল half glass carew
[skit]
আরে এ পোলাপাইন, আরেকটু চলবো নাকি? হ্যাঁ?
আরেকটু চলবো?
আমার মাথা ঘুরায় কেন?
আরে, আমার মাথা ঘুরায় কেন?
আ_আ, আমারে, আমারে ধর
আমারে ধর, আমারে ধর
আমারে ধর, আমারে ধর
লেবু কুচি কুচি কর
আমারে ধর, আমারে ধর, আমারে ধর
[bridge]
আমার মাথা করে ঝিম ঝিম ঝিম ঝিম ঝিম ঝিম ঝিম
মাথা করে ঝিম ঝিম ঝিম ঝিম ঝিম ঝিম ঝিম
মাথা করে ঝিম ঝিম ঝিম ঝিম ঝিম ঝিম ঝিম
মাথা করে ঝিম ঝিম ঝিম ঝিম ঝিম ঝিম ঝিম
[chorus]
আর খাবো না আমি half glass carew
মাফ চাইসি ভাই, half glass carew
কেউ বাঁচা আমায়, half glass carew
মামা half glass carew, হুর half glass carew
আর খাবো না আমি half glass carew
মাফ চাইসি ভাই, half glass carew
কেউ বাঁচা, half glass carew
মামা half glass carew, ধ্যার half glass carew
كلمات أغنية عشوائية
- terrorgruppe - drivel كلمات أغنية
- terrorgruppe - disco '96 كلمات أغنية
- terrorgruppe - exklusiv - explosiv كلمات أغنية
- terrorgruppe - ford كلمات أغنية
- terrorgruppe - frontbericht كلمات أغنية
- terrorgruppe - gestorben auf dem weg zur arbeit كلمات أغنية
- terrorgruppe - gaffer-lied كلمات أغنية
- terrorgruppe - gewerbepark nord كلمات أغنية
- terrorgruppe - hallo nachbar كلمات أغنية
- terrorgruppe - hauptstadt-lied كلمات أغنية