
fairose nawar - hariye jai كلمات أغنية
[verse 1]
একা একা দেখো না
আজ আমি ভালোই আছি
হয়তো মাঝে মাঝে
কষ্ট লাগে একটুখানি
ধুর থাক, তাতে কি?
আমার বন্ধু আমি, এটাই তো বেশি
মনে যে কষ্ট ছিলো
তা ঝেরে ফেলে দিয়েছি
পিছু টানে পেছনেই
থাকতে বলেছি
চলে যায় যেখানে মন চায়
এটাই তো সময়
স্বপ্ন গড়ে চলার!
[chorus]
আমি আজ হারিয়ে যাই
যেখানে দুই চোখ যায়
আকাশ আছে সাক্ষী
বাতাসে দেবো পাড়ি
দেখিয়ে দেবো
যাবো কত দূরে আমি
[verse 2]
ভাবিনি দেখবো কখনো
এভাবে নিজেকে
পা দিয়েছি
main character এর গতিতে
story টা আমার বড় ফাটাফাটি
শোনেনি দুনিয়া আজও
জানিয়ে দেবো আমি
কিভাবে কি করে
এতদূর আমি চলে এলাম
লোক বলে আমি নাকি
খুবই lucky ছিলাম
জানে না কেউ বোঝেনা
থাক আমি তো জানি
এটাই তো বেশি
[verse 3]
আমি আজ হারিয়ে যাই
যেখানে দুই চোখ যায়
আকাশ আছে সাক্ষী
বাতাসে দেবো পাড়ি
দেখিয়ে দেবো
যাবো কত দূরে আমি
[bridge]
সময় ছিলো এমনও একটা আমার
দাঁড়াতে পারিনি সামনে আয়নার
কষ্ট লাগতো, দেখতে নিজেকে
ভেঙে পড়েছিলাম আমি এভাবে
শোনো, যেও না পিছু কখনো
যা গেছে তা যেতে দাও
সামনে এগিয়ে যাও
নিজেকে বলো, “এটাই তো সময় আমার”
[chorus]
আমি আজ হারিয়ে যাই
যেখানে দুই চোখ যায়
আকাশ আছে সাক্ষী
বাতাসে দেবো পাড়ি
দেখিয়ে দেবো
যাবো কত দূরে আমি
كلمات أغنية عشوائية
- sarah connor - magic ride كلمات أغنية
- into eternity - morose seclusion كلمات أغنية
- beach boys - louie louie كلمات أغنية
- doots - make it happen كلمات أغنية
- poema arcanus - buried love كلمات أغنية
- weeknd - john carpenter كلمات أغنية
- sarah connor - let us come 2gether كلمات أغنية
- poema arcanus - armygeddon كلمات أغنية
- doris day - let it ring كلمات أغنية
- chamillionaire - oh no كلمات أغنية