kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

fairose nawar & sharani shammam - lagbena كلمات أغنية

Loading...

[verse 1]
এই কেমন একটা জীবন?
মানুষ আসে_যায় সারাটিক্ষণ
আমার সাথে হতে হলো এমনটা? (এমনটা)
বলেছিলে তুমি নাকি থাকবে
আমার পাশে, আমার সাথে
পেছনে তাকিয়ে দেখি
তুমিও নেই (তুমিও নেই)

[pre_chorus]
নিজেকে প্রশ্ন করি
কার জন্য এত কিছু করি
মিথ্যে স্বপ্ন
কেন আমি একা? (কেন আমি একা?)

[chorus]
আমি আর কিছু জানি না
জানতেও চাই না
যে আসবে আসুক
চলে গেলে চলে যাক
তাই, লাগবে না, লাগবে না
লাগবে না তোমাকে
যে বোঝেনি, আমাকে লাগবে না
সে মনে তোমাকে

[verse 3]
তোমার স্মৃতি ভেবে আর কাঁদি না
এলোমেলো আর রাতগুলো জাগি না
বলে ছিলে আমারই তো ভুল ছিলো
কিন্তু বুঝতে চাওনি তুমিও
[verse 4]
আমিও চাই তুমিও বুঝো
আমাকে দেওয়া কষ্টগুলো
আর ফিরিয়ে দাও
আমাকে আমার হারানো সময়গুলো

[pre_chorus]
নিজেকে প্রশ্ন করি
কার জন্য এত কিছু করি
মিথ্যে স্বপ্ন
কেন আমি একা?

[chorus]
আমি আর কিছু জানি না
জানতেও চাই না
যে আসবে আসুক
চলে গেলে চলে যাক
তাই, লাগবে না, লাগবে না
লাগবে না তোমাকে
যে বোঝেনি, আমাকে লাগবে না
সে মনে তোমাকে

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...