
evan sheikh - jare ja pakhi كلمات أغنية
মনের আকাশটায় আছে পাখি
ভালবেসে তারে যতনে রাখি
hmm hmm ra ra ra ra
মনের আকাশটায় আছে পাখি
ভালবেসে তারে যতনে রাখি
তবু সে আমাকে বুঝলোনা হায়
চলে যেতে চায় সে কাঁদিয়ে আমায়
যা রে যা পাখি তুই উড়ে যা
তোকে ধরে কেমনে রাখি!!
যা রে যা পাখি তুই উড়ে যা
তোকে ধরে কেমনে রাখি!!
কত যে যতন আর কত যে আদর
পাশে থেকে করেছি দিন রাতভর
কত যে যতন আর কত যে আদর
পাশে থেকে করেছি দিন রাতভর
তবু সে আমাকে বুঝল না হায়
চলে যেতে চায় সে কাঁদিয়ে আমায়
যা রে যা পাখি তুই উড়ে যা
তোকে ধরে কেমনে রাখি!!
যা রে যা পাখি তুই উড়ে যা
তোকে ধরে কেমনে রাখি!!
মিনতি করি তাকে যাবি না ছেড়ে
আকাশটা খালি রবে তোকে না পেলে
মিনতি করি তাকে যাবি না ছেড়ে
আকাশটা খালি রবে তোকে না পেলে
তবু সে আমাকে বুঝল না হায়
চলে যেতে চায় সে কাঁদিয়ে আমায়
যা রে যা পাখি তুই উড়ে যা
তোকে ধরে কেমনে রাখি!!
যারে যা পাখি তুই উড়ে যা
তোকে ধরে কেমনে রাখি!!
মনের আকাশটায় আছে পাখি
ভালবেসে তারে যতনে রাখি
তবু সে আমাকে বুঝল না হায়
চলে যেতে চায় সে কাঁদিয়ে আমায়
যারে যা পাখি তুই উড়ে যা
তোকে ধরে কেমনে রাখি!!
যারে যা পাখি তুই উড়ে যা
তোকে ধরে কেমনে রাখি!!
كلمات أغنية عشوائية
- doc jazz - home (for jenin) كلمات أغنية
- doc jazz - 21st century blues كلمات أغنية
- doc jazz - loving each other كلمات أغنية
- nelly feat florida georgia line - walk away كلمات أغنية
- monolith - patrimony كلمات أغنية
- doc jazz - out of this town كلمات أغنية
- doc jazz - make a change كلمات أغنية
- doc jazz - run for your life كلمات أغنية
- am aesthetic - ghost in the machine كلمات أغنية
- monolith - onslaught كلمات أغنية