
esempiem - আমায় উড়তে দেও كلمات أغنية
[verse:1]
সেই যে সকাল হল, এক নতুন শুরু। দিন কেটে যায়, আমি পাই না মুক্তি।
আমার দুটি সুন্দর পা রয়েছে, সেই ভিখারির তো নেই। তবুও সে মুক্তি।
সে রোদে পুরে নিজের জীবন আয় করে। আমায় অল্প একটু কস্ট করতে দেও না।
সে রোদে পুরে নিজের জীবন আয় করে। আমায় অল্প একটু কস্ট করতে দেও না।
[chorus:]
তোমরা আমায় উড়তে দেও, আমায় বাচতে দেও।
আমায় ছেরে দেও, আমায় চলতে দেও।
আমায় ফেলে দেও, আমায় বুঝতে দেও।
তোমরা আমায় উড়তে দেও, আমায় বাচতে দেও।
আমায় ছেরে দেও, আমায় চলতে দেও।
আমায় ফেলে দেও, আমায় বুঝতে দেও।
[cont. verse:1]
আমায় অল্প কস্ট করতে দেও, মা। আমায় অল্প কস্ট দেও না।
আমায় অল্প কস্ট করতে দেও, মা। আমায় অল্প কস্ট দেও না।
[verse:2]
দেখ ওই-ওই, পাখি গুলোকে, কত স্বাধীন, কত মুক্ত, আমার মত না।
দেখ ওই-ওই, পাখি গুলোকে, কত স্বাধীন, কত মুক্ত, আমার মত না।
আমি থাকি a/cতে, তারা থাকে মুক্ত বাতাসে। আমি থাকি a/cতে, তারা থাকে মুক্ত বাতাসে।
[chorus:]
তোমরা আমায় পরতে দেও, আমায় ডানা মেলতে দেও।
আমায় মরতে দেও, আমায় উঠতে দেও।
আমায় জলতে দেও, আমায় বানাতে দেও।
তোমরা আমায় উড়তে দেও, আমায় বাচতে দেও।
আমায় ছেরে দেও, আমায় চলতে দেও।
আমায় ফেলে দেও, আমায় বুঝতে দেও।
[verse:3]
বাবা, দেখ ও-ওদের কে। বাহ-বাহ! তোমরা কি সন্দর। বাবা, দেখ ও-ওদের কে। বাহ-বাহ! তোমরা কি সন্দর।
আমি থাকতে চাই না আর-আর বদ্ধ। আমি থাকতে চাই না আর-আর বদ্ধ।
আমি খেলতে চাই, আমি গেতে চাই।
আমি মেলতে চাই, আমি উড়তে চাই।
আমি উড়তে চাই, আমি পরতে চাই।
আমি চলতে চাই, আমি মরতে চাই।
আমি জলতে চাই, আমি বুঝতে চাই।
আমি খেলতে চাই, আমি গেতে চাই।
আমি মেলতে চাই, আমি উড়তে চাই।
আমি উড়তে চাই, আমি পরতে চাই।
আমি চলতে চাই, আমি মরতে চাই।
আমি জলতে চাই, আমি বুঝতে চাই।
বাবা। আমায় অল্প কস্ট করতে দেও, মা।
বাহ-বাহ! আমায় অল্প একটু করতে দেও না।
বাবা। আমায় অল্প কস্ট করতে দেও, মা।
বাহ-বাহ! আমায় অল্প একটু করতে দেও না।
كلمات أغنية عشوائية
- andrucci - what is wrong كلمات أغنية
- fjarill - glömma glömma كلمات أغنية
- duendita - bio كلمات أغنية
- a-dub white - crocodile smile كلمات أغنية
- drip-fed - turn on the white noise كلمات أغنية
- max delgado - too long كلمات أغنية
- nasa lamode - anotha lifetime كلمات أغنية
- finding harbours - loner weather كلمات أغنية
- osk - géminis كلمات أغنية
- trent dabbs & ashley monroe - easy going كلمات أغنية