
encore - na paowar golpo كلمات أغنية
স্বর্গ থেকে নেমে আসা ডানা কাটা পরী আমার
তার সাথে কথা বলা হলো না আমার।।
স্বর্গ থেকে নেমে আসা ডানা কাটা পরী আমার
তার সাথে কথা বলা হলো না আমার।।
এ কী ভুল করেছো তুমি আমায় ভুলে গিয়ে…
কত দূর যাবে তুমি
আমায় ফেলে একা,
তোমার ডানা দুটি আমি
যে পুড়িয়ে ফেলেছি।
শুকনো পাতারই মতো
তুমিও ঝরে যাবে,
তোমার সব কিছু মিশে যাবে ধুলোর সাথে।
কেও কভু জানবে না অলস বিকেলে তোমায় খুজেছি কত,
কষ্টের তাড়না ভুলের সুবাসে শুখিয়েছি হৃদয় কত
হতে পারে ভুল মানুষের পরীর পক্ষে কী করে সম্ভব হয়
আগুন জ্বলবে নরকে তোমার অভিশপ্ত প্রেম।
এ কী ভুল করেছো তুমি আমায় ভুলে গিয়ে…
কত দূর যাবে তুমি
আমায় ফেলে একা,
তোমার ডানা দুটি আমি
যে পুড়িয়ে ফেলেছি।
শুকনো পাতারই মতো
তুমিও ঝরে যাবে,
তোমার সব কিছু মিশে যাবে ধুলোর সাথে।
কত দূর যাবে তুমি
আমায় ফেলে একা,
তোমার ডানা দুটি আমি
যে পুড়িয়ে ফেলেছি।
শুকনো পাতারই মতো
তুমিও ঝরে যাবে,
তোমার সব কিছু মিশে যাবে ধুলোর সাথে।
كلمات أغنية عشوائية
- execration - ritual hypnosis كلمات أغنية
- madeline juno - stadt im hinterland كلمات أغنية
- justpierre - be happy كلمات أغنية
- max felicitas - lecca il clito كلمات أغنية
- fall out boy - jet pack blues (remix) كلمات أغنية
- márcia coutinho - o meu grande amor كلمات أغنية
- william blaze - pot of gold(minimal) كلمات أغنية
- birdz - rise كلمات أغنية
- t-bone burnett - pressure كلمات أغنية
- ciaran mcmeeken - i need love (klangspieler remix) كلمات أغنية