
encore (bangladesh) - na pawar golpo كلمات أغنية
Loading...
স্বর্গ থেকে নেমে আসা ডানা কাটা পরী আমার
তার সাথে কথা বলা হলো না আমার।।
এ কী ভুল করেছো তুমি আমায় ভুলে গিয়ে…
কত দূর যাবে তুমি
আমায় ফেলে একা
তোমার ডানা দুটি আমি
যে পুড়িয়ে ফেলেছি।
শুকনো পাতারই মতো
তুমিও ঝরে যাবে
তোমার সব কিছু মিশে যাবে ধুলোর সাথে।
কেও কভু জানবে না অলস বিকেলে তোমায় খুজেছি কত
কষ্টের তাড়না ফুলের সুবাসে শুখিয়েছি হৃদয় কত
হতে পারে ভুল মানুষের পরীর পক্ষে কী করে সম্ভব হয়
আগুন জ্বলবে নরকে তোমার অভিশপ্ত প্রেম।
এ কী ভুল করেছো তুমি আমায় ভুলে গিয়ে…
কত দূর যাবে তুমি
আমায় ফেলে একা
তোমার ডানা দুটি আমি
যে পুড়িয়ে ফেলেছি।
শুকনো পাতারই মতো
তুমিও ঝরে যাবে
তোমার সব কিছু মিশে যাবে ধুলোর সাথে।
كلمات أغنية عشوائية
- steven kou - angel in disguise (intro) كلمات أغنية
- rrag - landai كلمات أغنية
- عمرو دياب - baba - بابا - amr diab كلمات أغنية
- tygko - jericho كلمات أغنية
- baby washington - can't get over losing you كلمات أغنية
- arrested development - family كلمات أغنية
- buck 65 - sugar nuts كلمات أغنية
- pursy - gucci & chanel كلمات أغنية
- long gone - bummer كلمات أغنية
- 莫文蔚 (karen mok) - 我不需要憐憫 (i don't need mercy) كلمات أغنية