
emon khan - bukete haat rekhe bolo كلمات أغنية
বুকেতে হাত রেখে বলো বলো না
আমায় কি মনে পড়েনা
চোখেতে চোখ রেখে বলো বলো না
আমায় কি মনে পড়েনা
কত দিন কত রাত এই বুকে রেখে হাত
বলেছিলে তুমি আর কারো না
বুকেতে হাত রেখে বলো বলো না
আমায় কি মনে পড়েনা
((((mazhar))))
কত দিন ঘত হলো দেখিনা তোমার ছাঁদ মুখ.
একা একা কাঁদি আমি হয়তো শুনেছ তুমি
সেই তো তোমার বড় সুখ.
(((((music)))))
কত দিন ঘত হলো দেখিনা তোমার ছাঁদ মুখ.
একা একা কাঁদি আমি হয়তো শুনেছ তুমি
সেই তো তোমার বড় সুখ.
কত মান অভিমান বলেছ যানের যান
তুমি ছাড়া এই জীবন চাইনা.
বুকেতে হাত রেখে বলো বলো না
আমার কি মনে পড়েনা.
(((())))
বুকেরি ভিতর আমি রেখেছি তোমাকে যত্নে.
সারা খনি ভাবি আমি সেই কথা জানো কি তুমি
নিশ্ব তুমি বিহনে.
(((((music)))))
বুকেরি ভিতর আমি রেখেছি তোমাকে যত্নে.
সারা খনি ভাবি আমি সেই কথা জানো কি তুমি
নিশ্ব তুমি বিহনে.
এই মনের আঙিনায় তোমাকে ছাড়া
অন্য কিছু ভেবে পাইনা.
বুকেতে হাত রেখে বলো বলো না
আমার কি মনে পড়েনা
চোখেতে চোখ রেখে বলো বলো না
আমায় কি মনে পড়েনা
কত দিন কত রাত এই বুকে রেখে হাত
বলেছিলে তুমি আর কারো না.
বুকেতে হাত রেখে বলো বলো না
আমায় কি মনে পড়েনা
كلمات أغنية عشوائية
- zekkie - frot كلمات أغنية
- kennsomuch - box office fight كلمات أغنية
- олег судаков (oleg sudakov) - паралич (paralysis) كلمات أغنية
- 954mari - aura كلمات أغنية
- real talk - real talk - chadia كلمات أغنية
- kim maresca, tori murray - parents and children كلمات أغنية
- ygt - tech fleece كلمات أغنية
- unlucky morpheus - siva (kanji) كلمات أغنية
- lolina - paris hell rising كلمات أغنية
- kosma król - tom i jerry كلمات أغنية