
elita feat. mahadi - duet كلمات أغنية
Loading...
আমি ভোরের শিশির হয়ে যদি কোনদিন হারিয়ে যাই
আমি এই পৃথিবী হতে যদি কোন্দিন মুছে যাই
আমি ভোরের শিশির হয়ে যদি কোনদিন হারিয়ে যাই
আমি এই পৃথিবী হতে যদি কোন্দিন মুছে যাই
তুমি কি আমার জন্যে কেঁদে কেঁদে
চলে যাবে দূরে অন্য কোথাও।
aaaaahhhh ehhhhaaaa
কি করে ভাবলে তুমি যাবে আগে আমায় ছেড়ে।
ব্যাথা ভরা শূন্যতায় আমি ভাসি অথৈ ঝড়ে
কি করে ভাবলে তুমি যাবে আগে আমায় ছেড়ে।
ব্যাথা ভরা শূন্যতায় আমি ভাসি অথৈ ঝড়ে
নিকশ আঁধারে।
আমিও তোমার জন্যে কেঁদে কেঁদে
চলে যাবে দূরে তোমার কাছে।
তুমি কি আমার জন্যে কেঁদে কেঁদে
চলে যাবে দূরে অন্য কোথাও।
আমিও তোমার জন্যে কেঁদে কেঁদে
চলে যাবে দূরে তোমার কাছে।
তুমি কি আমার জন্যে কেঁদে কেঁদে
চলে যাবে দূরে অন্য কোথাও।
كلمات أغنية عشوائية
- rodillas rasgadas - oasis de cenizas كلمات أغنية
- miky woodz - everything es oro كلمات أغنية
- lil keius - battlescars كلمات أغنية
- austinzsoice - bitchimup كلمات أغنية
- 8pac - i'm كلمات أغنية
- helltown - la la pigs كلمات أغنية
- aye verb - chosen كلمات أغنية
- we were evergreen - quicksand كلمات أغنية
- haka - beto & bandido كلمات أغنية
- feduk - тонкий лёд (thin ice) كلمات أغنية