elis feat. rahat - tumi mor jibonr vabona كلمات الأغنية
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের ডোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
দুঃখ সুখের পাখি তুমি
তোমার খাঁচায় এই বুক
সারা জীবন নয়ন যেন
দেখে তোমার এই মুখ
কন্ঠে আমার দাও পরিয়ে
সোহাগের মিলন মালা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
#কথা দাও, আমাকে ভুলবে না
কোনদিন না#
ভালোবাসার নদী তুমি
আমি তোমার দুই কুল
পাগল তুমি ফোটাও যে ফুল
আমি তোমার সেই ফুল
প্রেমের তরে সইবো বুকে
লক্ষ কাঁটার জ্বালা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভুলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
كلمات أغنية عشوائية
- yayoi - space كلمات الأغنية
- sky bento & young walt dez - leadsinger كلمات الأغنية
- spooky tooth - i can't believe كلمات الأغنية
- udo lindenberg - honky tonky show كلمات الأغنية
- djexon - losa devojka كلمات الأغنية
- xo mischley and triiplesixx - doves كلمات الأغنية
- eddie perfect - i am very good at running cults (otho) - 2018 cut song كلمات الأغنية
- chu dat - the m2k diss track #2 كلمات الأغنية
- diablo the rockstar - pinata كلمات الأغنية
- adam grealish - i am español كلمات الأغنية