kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ef - shomoy 2015 كلمات الأغنية

Loading...

আঁধার করে আসছে মহাকাল
সময়ের সাথে চলছি চিরকাল
বুঝি না আজ হচ্ছে কি টার
একই পথে ঘুরছি বার বার

একই সময় আসছে ফিরে
পারে না নিতে আপন করে
চলছি সবাই একই সাথে
আসছে ফিরে সময় শেষে

সময় গড়ে সবকিছু
মানুষ চলে টার পিছু
দেয় না ধরা কারো হাতে
সময় চলে নিজ পথে ।।

চায় যে সবাই ফিরে যেতে
অতিতের সেই সময়টাতে
যেথায় তারা খুঁজে ফিরে
ফেলে আসা সময়টাকে ।।

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...