
ef - opekkha lyrics
Loading...
তোমার অপেক্ষায় আমি আজো দাঁড়িয়ে…
সব হারিয়ে অন্তিম স্রোতের অতলে।
সীমান্তের শেষ দ্বারে লুকানো স্মৃতি গুলো
নির্বাক হয়ে একাই পথ চলে।
কতটা প্রহর হয়েছে পার
কতটা স্মৃতি জড়িয়ে
কতটা রাত করছি পার
একাকীত্ব সঙ্গী করে
তোমার অপেক্ষায় আমি আজো দাঁড়িয়ে…
হঠাৎ থমকে দাঁড়ালো পথ চলা।
অচিরেই সব হয়েছে নিঃশেষ
কল্পনাকে জড়িয়ে ধরে
তবে কি হবে আমার শেষ?
আমি খুঁজি তোমার স্মৃতি নীরবে
জানি তুমি ফিরবেনা আর এ বুকে
আমি দাঁড়িয়ে উদ্দেশ্যহীন কোন পথে
যেখানে নেই কোন সীমানার বাঁধন
Random Lyrics
- hef - energie lyrics
- yung cith - prayer to the bear lyrics
- fally ipupa - juste une fois lyrics
- mizuki nana - 大好きな君へ (to the one i love) lyrics
- all the rage - dissonance lyrics
- charli xcx - blame it lyrics
- mizuki nana - 悦楽カメリア (etsuraku camelia) lyrics
- rennan da penha - passa com essa linguinha lyrics
- the symposium - special victim lyrics
- fenix fatalist - сzternaście lyrics