ef - opekkha كلمات الأغنية
Loading...
তোমার অপেক্ষায় আমি আজো দাঁড়িয়ে…
সব হারিয়ে অন্তিম স্রোতের অতলে।
সীমান্তের শেষ দ্বারে লুকানো স্মৃতি গুলো
নির্বাক হয়ে একাই পথ চলে।
কতটা প্রহর হয়েছে পার
কতটা স্মৃতি জড়িয়ে
কতটা রাত করছি পার
একাকীত্ব সঙ্গী করে
তোমার অপেক্ষায় আমি আজো দাঁড়িয়ে…
হঠাৎ থমকে দাঁড়ালো পথ চলা।
অচিরেই সব হয়েছে নিঃশেষ
কল্পনাকে জড়িয়ে ধরে
তবে কি হবে আমার শেষ?
আমি খুঁজি তোমার স্মৃতি নীরবে
জানি তুমি ফিরবেনা আর এ বুকে
আমি দাঁড়িয়ে উদ্দেশ্যহীন কোন পথে
যেখানে নেই কোন সীমানার বাঁধন
كلمات أغنية عشوائية
- roland orzabal - mr. pessimist كلمات الأغنية
- roland orzabal - me and my big ideas كلمات الأغنية
- roland orzabal - los reyes catolicos كلمات الأغنية
- roland orzabal - humdrum and humble كلمات الأغنية
- roland orzabal - goodnight song كلمات الأغنية
- roland orzabal - god's mistake كلمات الأغنية
- roland orzabal - fish out of water كلمات الأغنية
- roland orzabal - falling down كلمات الأغنية
- roland orzabal - elemental كلمات الأغنية
- roland orzabal - don't drink the water كلمات الأغنية