ef - mukhosh كلمات الأغنية
Loading...
যে দিকে দেখি সবই একই লাগে
বিবেকহীন মানুষ মুখোশের আড়ালে
শুধু কুড়িয়ে বেড়ায় জিবনের সুখ
যত বেশী হলে স্বার্থের লোভে…
আধারের থেকে প্রতারিত হয়ে
হারিয়ে ফেলে নিজের স্বত্তাকে
তবে কি মানুষ ফেলছে হারিয়ে
রঙিন পৃথিবী, স্বচ্ছ নিজেকে…
মানি না এই কৃত্তিম পরিবেশ
যেখানে শুধু মিথ্যাচার
অদ্ভুত এই মানুষের ভীড়ে
নিজের শুধু শূন্যতা।
আবেগে, হারিয়ে, জেগে তোল তোমার অনুভুতি
মুখোশ খুলে দর্পণে দেখো প্রতিচ্ছবি।
كلمات أغنية عشوائية
- break bread - make noise كلمات الأغنية
- muñeca galactica - la muerte disco كلمات الأغنية
- zane bradford - traction control off كلمات الأغنية
- profjam - dope boy (auto-tune freestyle) كلمات الأغنية
- d-bo - beschütz mich كلمات الأغنية
- d'shon - the space funky flow كلمات الأغنية
- comando tiburon - no llores mas كلمات الأغنية
- jay storm - nba كلمات الأغنية
- ab-soul - shade 45 freestyle كلمات الأغنية
- vii - cannibalis كلمات الأغنية