kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ef - hahakar كلمات أغنية

Loading...

অন্ধকার শিবিরে যন্ত্রণা নিবিড়
আলো দেখে চিৎকার
এ যেন হাহাকার…
মৃত্যু আপন সঙ্গী হয়ে
বারবার করে বন্দি
দুঃস্বপ্ন কল্পনা হয়ে
অবরোধ নয়তো সন্ধি।

আঘাত এর পর আঘাত
রক্তাক্ত এই প্রান্তর
প্রহর যেন শেষ
এখন কি সমাধির পালা?
অন্তঃযুদ্ধহবে
এইতো সমাজের খেলা
স্রষ্টা কি দেখে না
এই আকৃতির শেষ

তবুও চিৎকার তবুও হাহাকার
নিপীড়িত নাবিকের
আমি মুক্তি চাই
এই অর্ধনির্মিত আলয়ে ।।

“তবু প্রতিবাদের নেই ভাষা
জানা নেই কোন মন্ত্র
আমি দেখতে চাই নতুন অবনী
প্রতিমূর্তি তার প্রখর রশ্মি”

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...