
eclipse - prithibir prohor كلمات أغنية
Loading...
অধীর হয়ে পড়েছে পৃথিবী
শুধু ক্রুদ্ধতা চোখেতে
বিস্তৃত ভূমির মহাপ্রলয়ে
কিছু মশাল কাঁধে সম্মোহনে
দেখি মৃত ভরা ধরণী
রক্ত চোখে কত লীন মূর্তি
অচির এ বাস্তবতা,
দৃষ্টিহীন নিরেট ভূমির মায়া
স্বর্গীয় নরকে ইতিহাস দিশেহারা
অসীম আকাশ ভেঙ্গে এক প্রহর
পৃথিবীতে ক্ষিপ্ত ঝর্ণা শীতলে
ভেজাবে দহন মানুষের
ফিকবে হিংস্রতা
অচির এ বাস্তবতা,
দৃষ্টিহীন নিরেট ভূমির মায়া
স্বর্গীয় নরকে ইতিহাস দিশেহারা
অচির এ বাস্তবতা,
দৃষ্টিহীন নিরেট ভূমির মায়া
স্বর্গীয় নরকে ইতিহাস দিশেহারা
অচির এ বাস্তবতা,
দৃষ্টিহীন নিরেট ভূমির মায়া
স্বর্গীয় নরকে ইতিহাস দিশেহারা
كلمات أغنية عشوائية
- love/hate - one more round كلمات أغنية
- love connection - the bomb كلمات أغنية
- ethnic cleansing - ol' jig chimpson كلمات أغنية
- d.m.k. (albania) - d.m.k. - intelekto, koqe كلمات أغنية
- brendan bennett - we used to كلمات أغنية
- b.j. thomas - honorable peace كلمات أغنية
- la polla records - eutanasia كلمات أغنية
- zeca baleiro - tomie ohtake كلمات أغنية
- the special consensus - strong enough to bend كلمات أغنية
- the statler brothers - that summer كلمات أغنية