
dwijen mukherjee - amar ei pathchaoyatei ananda كلمات أغنية
Loading...
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত ॥
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশি রই আপন মনে– বাতাস বহে সুমন্দ ॥
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,
শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা।
সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,
শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা।
ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,
ততখন রহি রহি ভেসে আসে সুগন্ধ ॥
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত ।
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
كلمات أغنية عشوائية
- lordi - the devil hides behind her smile كلمات أغنية
- sylosis - blackest skyline كلمات أغنية
- mindflow - so that life can move along كلمات أغنية
- kimaera - bloody tourniquet كلمات أغنية
- new years day - saying goodbye كلمات أغنية
- lordi - monster monster كلمات أغنية
- mindflow - crisis fx كلمات أغنية
- sylosis - transcendence كلمات أغنية
- lordi - the children of the night كلمات أغنية
- kimaera - holy grief كلمات أغنية