
dure - pothchola كلمات أغنية
Loading...
শিরোনামঃ পথচলা
কন্ঠঃ সঞ্জয়/মিজান
কথাঃ হাসান ইমতিয়াজ সুমন
সুরঃ হাসান ইমতিয়াজ সুমন
ব্যান্ডঃ ওয়ারফেজ
অ্যালবামঃ জীবনধারা/ পথচলা
এ মন উন্নাস, ক্ষিপ্ত, রিক্ত, পথ চেনা, নেই কোন আনন্দ
অথচ এ মন কত উৎসাহে রচে সদা তন্ময় বসন্ত
আমি আশ্বাস, সুরেরই নিঃশ্বাস শুনেছি
যখন তোমায় চুমি
তবু্ও ভাবিনি তোমায় নিষ্ঠার মূর্তি তুমি
মুগ্ধ নিমিষের ছবি
মোর ঘরের মাঝে পাঁচিল ভেঙ্গে
আসে বাস্তুহারার শত কান্না
প্রতিটি সন্ধ্যায় একা একা বসে ভাবি
বিথোভেন, শংকর আর না
এ পৃথিবী কালো জলে, বিদ্যুতে, বাজে পুড়ে জ্বলুক লক্ষ নদী
হয়তো বা আমি তার পাশে বসে দেখছি পল ক্লি, মাতিসের ছবি
অথচ কি আনন্দ কি ভয়াবহ আনন্দ
মদিরা চালে দেখ নরনারী চলে, কামনা-বাসনা দূরন্ত
অথচ, এই পরকিয়া, দূর্বহ এই আল্পনা
লক্ষ রক্ত চোখ নীলিমা চিরে খোঁজে আশা, ভালোবাসা
হায় আশা, ভালোবাসা
كلمات أغنية عشوائية
- melan - interlude interne lutte كلمات أغنية
- skizzy mars - sideways كلمات أغنية
- sr. chinarro - timidos كلمات أغنية
- ehanmusic - dracula كلمات أغنية
- soversetile - romulus كلمات أغنية
- mercedes - candlelight and champagne كلمات أغنية
- curse - trademark كلمات أغنية
- nik & jay - længe leve drømmene كلمات أغنية
- dj joxx - sweet home alabama (feat. a.l) كلمات أغنية
- charles hamilton - (any) november 10th 2009 كلمات أغنية