
dripgod999 - char bangladesh كلمات أغنية
[verse 1]
আমার ভাই দিসে রক্ত তারপর স্বাধীন হয়েছে দেশ
যার ফ্ল্যাটে থাকার কথা ছিল ভাড়া করে মেস
আমার বাম কাঁন্ধের ফেরেস্তা কয়, “দেশ আমার শেষ”
আবার ডান কাঁন্ধের ফেরেস্তা কয়, “খোদায় করবো bless তগো”
থামাইস না আন্দোলন ধাওয়া কর don ওগো
চালাতে দিস না হাত ভাঙবো দেশের মন
আমার দেশের মাটিতে সব চোদনারা চোর
যার চাকরি পাওয়ার কথা রাস্তায় বেচে চানাচুর
ঢাকা নাকি রংপুর, কুমিল্লা, রাজশাহীতে খুন খালি
সহ্য হইবো না রে দেশের public হইবো তিন গুণ
তরকারিতে কদ্দুর নুন দিবো হালার নাই এদ্দুর গুণ
যেই মুখে কয়, “জয় বাংলা” লাগায় ওনে চুন
ভুল বুঝলি ভুল অধিকার চাইসি
এটা ছিলো না রে কোনো ভুল
রাজপথে স্লোগান চলবো, লাড়া পারলে চুল
তরা তৈরি হ দেশ, কেয়ামত soon, coming soon
[chorus]
দেশ আমার জাগবো, জঙ্গী এডি ভাগবো
রাজাকার না ব্যাটা মেধাবীগো জয় হইবো
দেশ আমার জাগবো, জঙ্গী এডি ভাগবো
রাজাকার না ব্যাটা মেধাবীগো জয় হইবো
দেশ আমার জাগবো, জঙ্গী এডি ভাগবো
রাজাকার না ব্যাটা মেধাবীগো জয় হইবো
দেশ আমার জাগবো, জঙ্গী এডি ভাগবো
রাজাকার না ব্যাটা মেধাবীগো জয় হইবো
[verse 2]
আমার গলার জোর ব্যাটা তোর গুলিরতে বেশি
তোর গুলি যে বানাইছে, ওরও আছে মাংসপেশি
বুঝিস কী করতে পারি, আমরা কী করবো পুলিশ?
রাজাকার এর গালি হুইনা সরকাররে দেয় নালিশ
কাঁন্দাকাঁন্দি বাদ দে ব্যাটা, ফালা ওগো ছাদতে
গলা উডাই নাই রে ব্যাটা রাজপথটা ছাড়তে
কেমনে কস তোর নিজের আপন ভাইরে মারতে?
আত্মা বেইচ্চা দিছে সবডি জিন্দা আছে স্বার্থে
[chorus]
এই কথা হয় নাই শেষ দেশের লিগা হইমু শেষ আমি
রাজাকার হয়ে স্বাধীনতা করুম পেশ তোগো সামনে
তরা কবি এত খুন কইরা লাভ কি হইলো?
ছাড় বাংলাদেশ, চালু ছাড় বাংলাদেশ
কথা হয় নাই শেষ দেশের লিগা হইমু শেষ আমি
রাজাকার হয়ে স্বাধীনতা করুম পেশ তোগো সামনে
তরা কবি এত খুন কইরা লাভ কি হইলো?
ছাড় বাংলাদেশ, চালু ছাড় বাংলাদেশ
[verse 3]
পাখি উড়বো আকাশে খাঁচায় রাখতে চাইছে
ওগো গোয়া মাইরা আপোষে
ভাইরা আমার বোনরা আমার ধরসে ওগো চামচে
রক্ত দিয়ে গা মোছে
কেমন লাগে, কেমন লাগে দিতে মাংস ভাগে?
এই বাংলা যখন জাগে কোন কুতুব আইবো আয়
খাড়ায় আছে মাঠে বাঘে
রাস্তা, পথে_ঘাটে বাংলার সব জাতে এক রাজপথে হাঁটে
‘২৪_এ যা হইতাসে হইসে ‘৭১_এর রাতে
كلمات أغنية عشوائية
- psallos - listen! كلمات أغنية
- lil careca - beck (clean) كلمات أغنية
- бэнг ро (bang ro) - биржа (stock exchange) كلمات أغنية
- scarlet horizon - toxic كلمات أغنية
- end of shift - whispers كلمات أغنية
- abyusif - tafeh | تافه كلمات أغنية
- ay im zay - how u feel? (remix) كلمات أغنية
- mc wave - healing boy summer كلمات أغنية
- josey joe - link كلمات أغنية
- apex alpha - for كلمات أغنية