kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

dripgod999 - bish كلمات الأغنية

Loading...

[chorus]
আমার চোখেতে মায়া ভিতরে বিষ
বিষ, বিষ, বিষ, বিষ,বিষ
আমি নিজেইতো danger চুদি না risk
risk, risk, risk, risk, risk
আমি থাকি তো locked in করি না switch
switch, switch, switch
switch, switch, switch
আমার ভাই_ব্রাদার থাকলেই সই
মেয়েগুলা witch
witch, witch, witch
witch, witch, witch

[verse 1]
আমরা খাড়ার উপর বানাই গান
highway_তে খাড়ার উপর মারি টান
শত্রুরা b_ttplug_এ নে খুরের টান
নে হাতে wood হুডি দিয়া টান
তুই রাতে এখনও বিছানায় পানি ফালাস
সত্য কইতে গেলে মুখে গালি আনাস
হাত উঠানো লাগে না এমনেই পালাস
শালা খোমাডা দেইখাই খাড়াতে লাশ

[verse 2]
জবান থাকে আমার ভারী
পাপিগো পাপ আমি পায়ে লইয়া গাড়ি
মা চায় না কোনোদিনও আমি হারি
কোন বাপের পুত দিবো আমারে ঝাড়ি?
মাথায় দিমু এমন বাড়ি
মনে আর থাকবো না কই তোর বাড়ি
আমি তোর গুরু মশার মতো মারি
চোদনাগো গলায় মারি আমি পারি
মুরগির খোপেরতে তোর মাথাটা বাইর কর
করি phone_এ না রাস্তাতে মারধর
তোর boss আমার full time_এর চাকর
মুখে নে তুই আ কর
[chorus]
চোখেতে মায়া ভিতরে বিষ
বিষ, বিষ, বিষ, বিষ,বিষ
আমি নিজেইতো danger চুদি না risk
risk, risk, risk, risk, risk
আমি থাকি তো locked in করি না switch
switch, switch, switch
switch, switch, switch
আমার ভাই_ব্রাদার থাকলেই সই
মেয়েগুলা witch
witch, witch, witch
witch, witch, witch

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...