kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

dr. utsab das - tomarei koriachi jiboner dhrubotara كلمات الأغنية

Loading...

তোমারেই করিয়াছি
জীবনের ধ্রুব তারা
এ সমুদ্রে আর কভু

হব না কো পথ হারা
যেথা যাই না কো
তুমি প্রকাশিত থাক
আকুল নয়ন জলে
ঢালো গো কিরণধারা
তোমারেই করিয়াছি
জীবনের ধ্রুব তারা
এ সমুদ্রে আর কভু
হব না কো পথ হারা
তব মুখ সদা মনে
জাগিতেছে সঙ্গোপনে
তিলেক অন্তর হলে
না হেরি কুল কিনারা
কখনো বিপথে যদি
ভ্রমিতে চাহে এ হৃদি
অমনি ও মুখ দেখি
শরমে সে হয় সারা
তোমারেই করিয়াছি
জীবনের ধ্রুব তারা
এ সমুদ্রে আর কভু
হব না কো পথ হারা
news you might be interested in

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...