dipankar chattopadhyay - akash bhora suryatara كلمات الأغنية
Loading...
আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ,
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
অসীম কালের যে হিল্লোলে
জোয়ার-ভাঁটায় ভুবন দোলে
নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে,
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে,
ছড়িয়ে আছে আনন্দেরই দান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ।
কান পেতেছি, চোখ মেলেছি,
ধরার বুকে প্রাণ ঢেলেছি,
জানার মাঝে অজানারে করেছি সন্ধান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
كلمات أغنية عشوائية
- tripulangel - el veneno de tu amor كلمات الأغنية
- jerry lee lewis - take these chains from my heart كلمات الأغنية
- los dos carnales - navidad sin ti كلمات الأغنية
- tg crippy - what's the vibes كلمات الأغنية
- encassator - supernova كلمات الأغنية
- saewoo in yunhway (세우 인 윤훼이) - yours forever كلمات الأغنية
- andrea bocelli & virginia bocelli - hallelujah كلمات الأغنية
- drrty pharms - baruch كلمات الأغنية
- donald burke - la chanson d’andy كلمات الأغنية
- tuna - טונה - omes lev - עומס לב كلمات الأغنية