
dev sen & satrujit dasgupta - boroloker bitilo (from "raja rani raji") lyrics
life মামা বড্ড boring
আড্ডা মেরেই আর কতদিন
bachelory_’র একঘেয়ে scene খতম হবে বল?
মেনোকারা যায় পালিয়ে
উর্বশীরাও দেয় ভাগিয়ে
জন্মে আমার ludo_’র ঘুঁটি কে সাজাবে বল?
life মামা বড্ড boring
আড্ডা মেরেই আর কতদিন
bachelory_’র একঘেয়ে scene খতম হবে বল?
মেনোকারা যায় পালিয়ে
উর্বশীরাও দেয় ভাগিয়ে
জন্মে আমার ludo_’র ঘুঁটি কে সাজাবে বল?
এরম ভাবে চলছে না দিন
কাটছে না আর রাত
সামনে পেলে তার সাথে যাই
খেলবো দু_এক্কা
বড়লোকের বেটি লো, লম্বা লম্বা চুল
এমন খোঁপা বেঁধে দেবো লাল গেন্দা ফুল
বড়লোকের বেটি লো, লম্বা লম্বা চুল
এমন খোঁপা বেঁধে দেবো লাল গেন্দা ফুল
উম, একা একা ঘুম থেকে রোজ
উঠে বসা নয় রে সহজ
জানে শুধু ceiling fan
দুষ্টু তবু মিষ্টি ছেলে
আমায় দেখে গলবে না কেউ কি?
একা একা ঘুম থেকে রোজ
উঠে বসা নয় রে সহজ
জানে শুধু ceiling fan
দুষ্টু তবু মিষ্টি ছেলে
আমায় দেখে গলবে না কেউ কি?
এমনিতে তো বদরাগী নই
নইকো রে বদমাশ
দিনের বেলায় জল_মুড়ি খাই
রাতের বেলায় ঘাস
বড়লোকের বেটি লো, লম্বা লম্বা চুল
এমন খোঁপা বেঁধে দেবো লাল গেন্দা ফুল
বড়লোকের বেটি লো, লম্বা লম্বা চুল
এমন খোঁপা বেঁধে দেবো লাল গেন্দা ফুল
ও, যেতে চাই প্রেমের দেশে
কোন এক ছদ্মবেশে
যেন কেউ চিনবে না আমায়
করবো চুরি বাহাদুরি
মন নিয়ে কেউ দাঁড়ালে জানলায়
যেতে চাই প্রেমের দেশে
কোন এক ছদ্মবেশে
যেন কেউ চিনবে না আমায়
করবো চুরি বাহাদুরি
মন নিয়ে কেউ দাঁড়ালে জানলায়
এমনিতে তো বদরাগী নই
নইকো রে বদমাশ
দিনের বেলায় জল_মুড়ি খাই
রাতের বেলায় ঘাস
বড়লোকের বেটি লো, লম্বা লম্বা চুল
এমন খোঁপা বেঁধে দেবো লাল গেন্দা ফুল
বড়লোকের বেটি লো, লম্বা লম্বা চুল
এমন খোঁপা বেঁধে দেবো লাল গেন্দা ফুল
বড়লোকের বেটি লো, লম্বা লম্বা চুল
এমন খোঁপা বেঁধে দেবো লাল গেন্দা ফুল
বড়লোকের বেটি লো, লম্বা লম্বা চুল
এমন খোঁপা বেঁধে দেবো লাল গেন্দা ফুল
كلمات أغنية عشوائية
- tears of magdalena - nightmare lyrics
- tears of magdalena - the eastway lyrics
- shihad - run lyrics
- tears of magdalena - mermaid lyrics
- tears of magdalena - your blood is my wine lyrics
- david bridie - the last great magician lyrics
- seals and crofts - don't fail lyrics
- wayne kirkpatrick - it's me again lyrics
- skumdum - svek lyrics
- project pat - how it goes in the gutta lyrics