kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

debarati - aji jhoro jhoro mukhoro badoro dine كلمات الأغنية

Loading...

আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে
জানি নে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না ॥

এই চঞ্চল সজল পবন-বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায়
মন চায় ওই বলাকার পথখানি নিতে চিনে ॥

মেঘমল্লারে সারা দিনমান ।
বাজে ঝরনার গান ।
মন হারাবার আজি বেলা,
পথ ভুলিবার খেলা– মন চায়
মন চায় হৃদয় জড়াতে কার চিরঋণে ॥

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...