
cryptic fate - protibad كلمات أغنية
Loading...
[verse 1]
চোখের যতো জল, মনের ব্যথা ভয়
তুমি দাও আজ করে উজাড়
আমি নেবো আপন করে
যেন এসবই ছিল আমার
[chorus]
যতদিন আছি আমি খুঁজবো তোমায়
দেখবো এর শেষ কোথায়
যখনই আমি খুব কাছাকাছি
ঠিকানা দূরে সরে যায়, হায়!
[verse 2]
জীবনের মানে লুকিয়ে মরণে
সত্য লুকিয়ে মিথ্যায়
এসবের আড়ালে আছো যে তুমি
আমি খুঁজি সেই তোমায়
[chorus]
যতদিন আছি আমি খুঁজবো তোমায়
দেখবো এর শেষ কোথায়
যখনই আমি খুব কাছাকাছি
ঠিকানা দূরে সরে যায়
[verse 1]
চোখের যতো জল, মনের ব্যথা ভয়
তুমি দাও আজ করে উজাড়
আমি নেবো আপন করে
যেন এসবই ছিল আমার
[chorus]
যতদিন আছি আমি খুঁজবো তোমায়
দেখবো এর শেষ কোথায়
যখনই আমি খুব কাছকাছি
ঠিকানা দূরে সরে যায়, হায়!
كلمات أغنية عشوائية
- sinan-g - einzelgänger كلمات أغنية
- reign godz gh - beats2 كلمات أغنية
- bryan sq - insomnio lirical كلمات أغنية
- paul kelly and the stormwater boys - ghost town كلمات أغنية
- jaz the rapper - #freestylefridays (24-04-2020) كلمات أغنية
- mace - whenyourgoofy كلمات أغنية
- lauriete - é preciso crer كلمات أغنية
- melting death vapors - boss daddy كلمات أغنية
- lil wavez - new drip كلمات أغنية
- jean gavril - totul sau nimic كلمات أغنية