
cryptic fate - lobher agun كلمات أغنية
অনেক হারিয়েছি আমার জীবনে
তবু আছি কোনোমতে টিকে
পৃথিবী চুরি করেছে আমার সব পুণ্য
বোধ জ্ঞান আর নেই হয়ে গেছে শূন্য
চারিদিকে একের পর এক হিংসার দেয়াল
ভেঙ্গে দেয়ার শক্তি আমার নেই
অন্ধবিশ্বাস এক ফাঁসির জোট আমার গলায়
সময় নেই আর ফিরে তাকাবার
লোভেরই আগুন পুড়িয়েছে আমায়
অন্যায়ের বাঁধনে ঘেরা আমি অসহায়
লোভেরই আগুন আজ এনেছে কোথায়!
অন্ধকার ভবিষ্যৎ দেখি জীবনের আয়নায়
আজ আমি একা অতৃপ্ত অসহায়
সব বাসনা আঘাত করে বারেবার
অন্ধকারের ভ্রান্ত কামনা
কেড়েছে আমার সব অধিকার
চারিদিকে একের পর এক হিংসার দেয়াল
ভেঙ্গে দেয়ার শক্তি আমার নেই
অন্ধবিশ্বাস এক ফাঁসির জোট আমার গলায়
সময় নেই আর ফিরে তাকাবার
লোভেরই আগুন পুড়িয়েছে আমায়
অন্যায়ের বাঁধনে ঘেরা আমি অসহায়
লোভেরই আগুন আজ এনেছে কোথায়!
অন্ধকার ভবিষ্যৎ দেখি জীবনের আয়নায়
লোভেরই আগুন পুড়িয়েছে আমায়
অন্যায়ের বাঁধনে ঘেরা আমি অসহায়
লোভেরই আগুন আজ এনেছে কোথায়!
অন্ধকার ভবিষ্যৎ দেখি জীবনের আয়নায়
كلمات أغنية عشوائية
- obtest - is nualinto krasto (kai nieko nebelieka) كلمات أغنية
- obtest - 997 كلمات أغنية
- sandra - don't cry (the breakup of the world) كلمات أغنية
- sandra - night in white satin كلمات أغنية
- sandra - heartbeat (that's emotion) كلمات أغنية
- sandra - way to india كلمات أغنية
- sandra - on the tray (seven years) كلمات أغنية
- obsidian gate - tide of the envenomed oceans كلمات أغنية
- obsidian gate - the obsidian eternity and anguish كلمات أغنية
- sandra mihanovich - me contaron que bajo el asfalto كلمات أغنية