
cryptic fate - danob كلمات أغنية

[drum solo intro]
[verse 1]
আমার সাথে আসবে নাকি ভেবে দেখ
রক্তের মধ্যে মিশে আছে রাজতন্ত্র
দেশের সাথে লড়ছি আমি দেশের আর্তনাদ
জন মতের সাথে আমার প্রতিবাদ
আহাহাহা
অট্টহাসি পেয়ে বসে তোমার কাণ্ড দেখে
মিষ্টি মধুর কথা শুনে কত সহজে যাচ্ছ বেঁকে
রাজতন্ত্রকে যন্ত্র হিসেবে শোষনে লাগিয়েছি
ভরন পোষন করে আমি কত সন্ত্রাসী পুষেছি
আমার করাল হাতের মুঠোয় শান্তির আবরনে
নিজেকে জড়িয়ে রাখার স্বপ্ন আর দেখো না
[chorus]
মানুষ হয়ে জন্মেছি তবু তাতে কিছু হয়নি
ধর্ম কর্ম শিক্ষা শাস্ত্র সবই ছেড়ে দিয়েছি
শুধু অর্থ আর ক্ষমতার লোভ আমায় করে বস
নৃশংস দানব আমি, আমার পুজা কর
নৃশংস দানব আমি, আমার পুজা কর
[verse 2]
আমার এই ক্ষুধা মেটাতে রক্তের বন্যায় ভেসে যাবে
আমার এই রক্ত পিপাসা পারবে না থামাতে
তোমার সুখের অলঙ্করন নিমিষে ছিন্ন হতে
ক্রুব্ধ বোমা বিস্ফোরনি আমার কুচকাওয়াজ
[chorus]
মানুষ হয়ে জন্মেছি তবু তাতে কিছু হয়নি
ধর্ম কর্ম শিক্ষা শাস্ত্র সবই ছেড়ে দিয়েছি
শুধু অর্থ আর ক্ষমতার লোভ আমায় করে বস
নৃশংস দানব আমি, আমার পুজা কর…
[guitar solo]
[verse 3]
চক্রবদ্ধ হয়ে তুমি খোঁজ নিস্তার
আষ্টেপৃষ্ঠে বাঁধা তোমার সত্য আচার
বিশ্বাসের স্তম্ভ পড়ে ভেঙে দাও বারবার
ব্যর্থ চোখে দেখেও আশা জাগে তোমার
আশা জাগে তোমার…
[guitar solo outro]
كلمات أغنية عشوائية
- kamikaze prom night - i have a thing for redheads كلمات أغنية
- owu - если (if) كلمات أغنية
- karlien van jaarsveld - woorde كلمات أغنية
- herr kuchen - platz كلمات أغنية
- famous dex - ammassacalabri كلمات أغنية
- labreylien - data rape كلمات أغنية
- dunk (ca) - everything is blue كلمات أغنية
- ken reagan - dnd كلمات أغنية
- loverboyrando - mercy كلمات أغنية
- ruusut - kauna كلمات أغنية