
cryptic fate - bicchu كلمات أغنية
খুঁজে…
খুঁজে পাবি না তাদেরকে তুই
চোখে…
তোর চোখে ধূলো দিয়ে পালাবে সেই
সামনে নিমেষে, সামনে যা আসে, জানের উপর বাজি রেখে
গুপ্ত…
গুপ্তচরের মতো করছে সে কাজ
ছোট্ট…
ছোট্ট হাতে তার একমুঠো বাজ
সামনে নিমেষে, সামনে যা আসে, জানের উপর বাজি রেখে
দেখো…
এ কেমন উন্মাদনা
দেখো…
এ কেমন সান্ত্বনা
ছোট্ট শিশুরা
করো তোমার খেলা
তোমার খেলাতেই
হবে বিজয় মেলা
তাই…
তুমি তাই
বিচ্ছুর দংশন
ওরে…
ওরে, দেখ তোরা আমার এই বিচ্ছুর দল
কামড়ে…
কামড়ে দিয়ে ওদের করবে অচল
এই পুঁচকে ছোকরাগুলোর সাহস দেখে বেড়ে যায় আমার মনোবল
দেখো…
এ কেমন উন্মাদনা
দেখো…
এ কেমন সান্ত্বনা
ছোট্ট শিশুরা
করো তোমার খেলা
তোমার খেলাতেই
হবে বিজয় মেলা
তাই…
তুমি তাই
বিচ্ছুর দংশন
দেখো…
এ কেমন উন্মাদনা
দেখো…
এ কেমন সান্ত্বনা
ছোট্ট শিশুরা
করো তোমার খেলা
তোমার খেলাতেই
হবে বিজয় মেলা
তাই…
তুমি তাই
বিচ্ছুর দংশন
বিচ্ছুর দংশন
বিচ্ছুর দংশন
كلمات أغنية عشوائية
- conchita - donde lo guardo كلمات أغنية
- guy harrison - practice? كلمات أغنية
- beatriz adriana - ay amor ingrato كلمات أغنية
- l.e.p bogus boys - back 4 da summa كلمات أغنية
- varrosi - 1 pershendetje كلمات أغنية
- marvel goons - goon gasoline كلمات أغنية
- rich kidz - sunrise 1 كلمات أغنية
- jacob hutto - conceded كلمات أغنية
- dispatch - flying horses - live at madison square garden كلمات أغنية
- darrion taylor - detlef schrempf (rations of vibe) كلمات أغنية