kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

cryptic fate - akromon كلمات الأغنية

Loading...

আঁধারে দেখবে না তুমি
বাতাসে শুনবে না ধ্বনি
অশনি সংকেতের মতো
তোমাকে করবো বিব্রত

আকস্মিক দেখবে তুমি বজ্রপাত
ঘুমেরই মাঝে দুঃস্বপ্নেরই আঘাত
ইস্রাফিলেরই শিঙার শব্দ ভেসে আসে
এই প্রলয় সঙ্গীত গর্জে ওঠে
শুধু তোমারই ধ্বংসেরই জন্যে

আক্রমণ!
আক্রমণ!
আক্রমণ!
আক্রমণ!

এক মনে, এক প্রাণে, এক নিষ্ঠায় তোমাকে
আক্রমণ!
শহরে, বন্দরে, বাজারে, সদরে
আক্রমণ!
অলিতে, গলিতে, গ্রামের মেঠোপথে
আক্রমণ!
পাহাড়ে, নদীতে, জঙ্গলে, নৌপথে
আক্রমণ!

আজ আমি বাংলার হাতিয়ার
তোমাকে করছি হুঁশিয়ার
আর তুমি লুকোবে কোথায়
তোমার যে হবে না রেহাই

আকস্মিক দেখবে তুমি বজ্রপাত
ঘুমেরই মাঝে দুঃস্বপ্নেরই আঘাত
ইস্রাফিলেরই শিঙার শব্দ ভেসে আসে
এই প্রলয় সঙ্গীত গর্জে ওঠে
শুধু তোমারই ধ্বংসেরই জন্যে

আক্রমণ!
আক্রমণ!
আক্রমণ!
আক্রমণ!

এক মনে, এক প্রাণে, এক নিষ্ঠায় তোমাকে
আক্রমণ!
শহরে, বন্দরে, বাজারে, সদরে
আক্রমণ!
অলিতে, গলিতে, গ্রামের মেঠোপথে
আক্রমণ!
পাহাড়ে, নদীতে, জঙ্গলে, নৌপথে
আক্রমণ!

এই আজব দুনিয়ায়, বেঁচে থাকাই লড়াই
রক্তের বদলা রক্ত, এর মাঝেই শান্তি খুঁজে পাই
মেরে তবে মরবো ভাই

আকস্মিক দেখবে তুমি বজ্রপাত
ঘুমেরই মাঝে দুঃস্বপ্নেরই আঘাত
ইস্রাফিলেরই শিঙার শব্দ ভেসে আসে
এই প্রলয় সঙ্গীত গর্জে ওঠে
শুধু তোমারই ধ্বংসেরই জন্যে

আক্রমণ!
আক্রমণ!
আক্রমণ!
আক্রমণ!

এক মনে, এক প্রাণে, এক নিষ্ঠায় তোমাকে
আক্রমণ!
শহরে, বন্দরে, বাজারে, সদরে
আক্রমণ!
অলিতে, গলিতে, গ্রামের মেঠোপথে
আক্রমণ!
পাহাড়ে, নদীতে, জঙ্গলে, নৌপথে
আক্রমণ!

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...