cryptic fate - ahoban كلمات الأغنية
Loading...
আসমান জুড়ে মেঘেরই ঘনঘটা
নিঃসন্দেহে প্রলয় আসছে ধেয়ে
আসমান জুড়ে মেঘেরই ঘনঘটা
নিঃসন্দেহে প্রলয় আসছে ধেয়ে
আসমান জুড়ে মেঘেরই ঘনঘটা
নিঃসন্দেহে প্রলয় আসছে ধেয়ে
আসমান জুড়ে মেঘেরই ঘনঘটা
নিঃসন্দেহে প্রলয় আসছে ধেয়ে
ঠিকানাবিহীন আমার অস্তিত্বেরই সংস্পর্শ
আলোকিত করে তিমির
ঠিকানাবিহীন আমার অস্তিত্বেরই সংস্পর্শ
আলোকিত করে তিমির
ঠিকানাবিহীন ঘনঘটার মাঝে
আমি হই বিলীন তান্ডব আলিঙ্গনে
যেন জেগে উঠি দুঃস্বপ্নকে দেখব বলে
যেন জেগে উঠি এক মিথ্যে প্রলোভনে
আসমান জুড়ে মেঘেরই ঘনঘটা
নিঃসন্দেহে প্রলয় আসছে ধেয়ে
আসমান জুড়ে মেঘেরই ঘনঘটা
নিঃসন্দেহে প্রলয় আসছে ধেয়ে
আসমান জুড়ে মেঘেরই ঘনঘটা
নিঃসন্দেহে প্রলয় আসছে ধেয়ে
আসমান জুড়ে মেঘেরই ঘনঘটা
নিঃসন্দেহে প্রলয় আসছে ধেয়ে
كلمات أغنية عشوائية
- pynt - too much كلمات الأغنية
- sigma - adrenaline rush كلمات الأغنية
- обильный (obilnyi) - ваниль (vanilla) كلمات الأغنية
- iamchriscraig - yugi flows. كلمات الأغنية
- sawyrowmi - b double r equals brr! كلمات الأغنية
- folee - on s'en fout_ كلمات الأغنية
- spirits of the red city - heavy hands كلمات الأغنية
- lamzo - midi minuiit كلمات الأغنية
- zxmra - hold up كلمات الأغنية
- thedoug - avec elle (session acoustique) كلمات الأغنية