
critical mahmood - broke كلمات أغنية
[intro]
পকেটে না থাকলে টাকা_পয়সা
দূরে থাক কাছে আসা
চিনে না ভালোবাসার মানুষ
সবাই ভালোবাসে টাকা_পয়সা
দুনিয়ার নীতিটা
এমনেই ট্যাকা দা কিনা লয় সুখ।
[pre_chorus]
কেউ করে জিন্দেগী ভর টাকার গোলামী
সুখ খোজে গাড়িতে বাড়িতে
আর কারো সুখ থাকে নারীতে
সুখি মানুষ গুলা বেশি
দুখঃতো ঝুইলা যায় দড়িতে
মরিতে চায় দেহ মনে কয়, “থাম”
মনরে কই, “নাই আমার দাম
নাই আমার ট্যাকা_পয়সা, নাইগা ভালোবাসা
এহন আপন মানুষ ভুইলা গেছেগা নাম”
[chorus]
বদলায় যায় মানুষের রুপ
বদলায় না স্বভাব,আর ধারণা
দরকারে কাছে নেয় টাইনা
দরকার ফুরায় গেলে কেউ আর কারো না
মানুষ এক আজব প্রাণী
মগজ খরচ করে কাগজ কামায়
আমি ভাই বোকা মানুষ
এমন যুক্তি ঢুকে না মাথায়
তাই আজ আমি broke
[verse 2]
থাকলে পাত্তি ভরা পকেটে সুনাম থাকে ঠোঁটে
মানুষ খাটায় বিবেগ নাকি শুনছি বিবেগ চলে note_এ
এখন সাদা মনের মানুষ কম বেশি বাটপার
একবার ভাইঙ্গা গেলে বিশ্বাস নগদ close chapter
কত আবদার কত শখ, কত রকম স্বপ্ন
মুইছা যাইবো সব অতীত হইয়া যাইবো রক্ত
দুনিয়ার নীতি এমন মানুষ গুলাও এমনি
আপনের মুখোশ পইরা ঘুরে সব enemies
i know my enemies, দুনিয়া এমনি
ট্যাকার লাইগা কারো কসে family
আর ট্যাকার বেবধানে করো লাইগা পর আমি
ট্যাকার দুনিয়াটাই এমনি, কাউরে বিশ্বাস করা বোকামি
কামাইলে ট্যাকা বেশি সুনাম বাড়ে
চলে ট্যাকার লাইগা বেইমানি
[pre_chorus]
কেউ করে জিন্দেগী ভর টাকার গোলামী
সুখ খোজে গাড়িতে বাড়িতে
আর কারো সুখ থাকে নারীতে
সুখি মানুষ গুলা বেশি
দুখঃতো ঝুইলা যায় দড়িতে
মরিতে চায় দেহ মনে কয়, “থাম”
মনরে কই, “নাই আমার দাম
নাই আমার ট্যাকা_পয়সা, নাইগা ভালোবাসা
এহন আপন মানুষ ভুইলা গেছেগা নাম।
[chorus]
বদলায় যায় মানুষের রুপ
বদলায় না স্বভাব,আর ধারণা
দরকারে কাছে নেয় টাইনা
দরকার ফুরায় গেলে কেউ আর কারো না
মানুষ এক আজব প্রাণী
মগজ খরচ করে কাগজ কামায়
আমি ভাই বোকা মানুষ
এমন যুক্তি ঢুকে না মাথায়
তাই আজ আমি broke
[outro]
পকেটে না থাকলে টাকা_পয়সা
দূরে থাক কাছে আসা
চিনে না ভালোবাসার মানুষ
সবাই ভালোবাসে টাকা_পয়সা
দুনিয়ার নীতিটা
এমনেই ট্যাকা দা কিনা লয় সুখ
كلمات أغنية عشوائية
- aymber - grow كلمات أغنية
- headhaunter - rhubarb كلمات أغنية
- изипизи (yungoffpeezy) - fast food trap كلمات أغنية
- yung goon - bleed (interlude) كلمات أغنية
- venvs - vem comigo كلمات أغنية
- summit sounds - only one worthy (live) كلمات أغنية
- mr.bali - no chorus كلمات أغنية
- ryan dawson - dying alone كلمات أغنية
- mad squablz - roll in peace (remix) كلمات أغنية
- vernon jane - daddy issues كلمات أغنية