critical mahmood & somrat sij - 7 sisters كلمات الأغنية
[intro: somrat sij]
বাংলাদেশ! হাজির ‘২৪_এর গেরিলা
এই, এই, এই
[verse 1: critical mahmood]
বন্ধু কয়, “neighbourhood first”
বৈষম্যের বাঁধ ভাঙ্গার কথা কইয়া ভাইঙ্গা দিছে trust
খুইলা দিয়া ডুমুর এর বাঁধ বুঝায় দিলি তগো মনে কি?
আগের তোনেই জানি আমরা মদির টঙে চলে কী!
বাঁধ যহন ছাড়াই লাগে জানায় দিতি আগে
করে প্রতিবেশীর ক্ষতি বেশি পানিত ডুবায় মারে
১৫ বছর একাধারে, খাইলি বাংলাদেশটারে
সময় ঘনায় আইসে তগো পড়বো কোপ মুরগির ঘাড়ে
কিরে? মদির দালাল
support করোস চোর, কস চুরি করা হালাল
এইডা প্রাকৃতিক না, রাজনৈতিক বন্যা
পানি ছাইড়া ভুল সময় ডাইকা আনলি আকাল
বাংলার মানুষ আমার এতদিন চুপ কইরা ছিল অহন
মুখ খুলবো লগে লাগলে বুক পাইতা দিবো
propaganda ছড়াবি আর কত? ক্ষ্যাপা জনগণ
বন্যায় মানুষ মরলে বাংলার তোর seven sisters gone
[chorus: somrat sij, critical mahmood]
এই, এহনই সময় সবার এক হইতে হইবো
একে অপরের বিপদে খাড়াইতে হইবো
এই দুর্যোগে বাংলা আমার বাঁচাইতে হইবো
স্বাধীনতা পাইছি যেটা ওইডা রক্ষা করতে হইবো
এহনই সময় সবার এক হইতে হইবো
একে অপরের বিপদে খাড়াইতে হইবো
এই দুর্যোগে বাংলা আমার বাঁচাইতে হইবো
স্বাধীনতা পাইছি যেটা ওইডা রক্ষা করতে হইবো
[verse 2: somrat sij]
বাঁধ খুইলা দিছে জাতের পরিচয়
মনে ফারাক্কা মুখে বন্ধুত্বের অভিনয়
এপার বাংলা ভাসে, ওপার বাংলা দেইখা মজা লয়
এখন আর চুপ থাকে না বাংলাদেশ গলা উচায় কয়
মদি মালায়ন, ইলিশ লাগবো কত টন?
মন্দিরের ঘণ্টা বাজাছ এখন ক্যা তুই অচেতন?
ভাসায় মারবি জনগন? permission কইত্তে?
প্রতিরোধ হইবো পরিবর্তন মানচিত্রে
ভাবিছ না দুর্বল, একতাই বল আমগো
দুর্যোগ_দুর্ভিক্ষে দেশ এক দল আমগো
শান্তি চুক্তি border_এ তাও চলে গুল্লি
বাংলা লইয়া ব্যবসা চোদাছ বইয়া নয়া দিল্লি
পারছিলি সরকারের support_এ, দুই বাংলার নাটকে
সময় হইছে জবাব দিতে হোক প্রতিরোধ দাপটে
রক্ত চাইলে রক্তে মানমু না আর আইন
তুই israel হইলে আমরা বাংলা palestine
[chorus: somrat sij, critical mahmood]
এই, এহনই সময় সবার এক হইতে হইবো
একে অপরের বিপদে খাড়াইতে হইবো
এই দুর্যোগে বাংলা আমার বাঁচাইতে হইবো
স্বাধীনতা পাইছি যেটা ওইডা রক্ষা করতে হইবো
এহনই সময় সবার এক হইতে হইবো
একে অপরের বিপদে খাড়াইতে হইবো
এই দুর্যোগে বাংলা আমার বাঁচাইতে হইবো
স্বাধীনতা পাইছি যেটা ওইডা রক্ষা করতে হইবো
[outro: critical mahmood]
কর boycott, নরেন্দ্র লম্পট
ভারতীয় পণ্য, media এবার হোক সবই boycott
boycott, নরেন্দ্র লম্পট
ভারতীয় পণ্য, media এবার হোক সবই boycott
এই, এই, কর boycott, এই, বাংলাদেশ, ২০২৪
এহন সময় সব একলগে হওয়ার
চলুক!
كلمات أغنية عشوائية
- key (shinee) - cold كلمات الأغنية
- bag raiders - beat me to the punch كلمات الأغنية
- frontliner - discorecord - 2013 edit كلمات الأغنية
- los karkik's - el taca taca كلمات الأغنية
- animal house - animal house كلمات الأغنية
- teflon brothers - rio ohoi! كلمات الأغنية
- bewhy - david كلمات الأغنية
- dreaming madmen - behind my wall كلمات الأغنية
- taii draii - see you later (lyrics) كلمات الأغنية
- cade - escape كلمات الأغنية