
conclusion - tin chaka كلمات أغنية
Loading...
মহান আত্মা নেই তার
এভাবে বিবেচিত হয় সে
কেন থাকবে?
যখন আমরাই সব স্বীকার করে যাই।
তিন চাকা নিয়ে স্বপ্ন গড়তে চলেছে,
এই তীব্র আলোয় ঘেরা শহরে,
মহানের অশেষ দান কি সবাই পায়?
জীবনকে তিন চাকায় নিয়ে যেতে হয়।
অল্প সুখে সুখী সে
অল্প অর্থে জীবন টানে
অর্থহীন সব,
যখন সুখ থাকে তার প্রাণে
তিন চাকা নিয়ে স্বপ্ন গড়তে চলেছে,
এই তীব্র আলোয় ঘেরা শহরে,
মহানের অশেষ দান কি সবাই পায়?
জীবনকে তিন চাকায় নিয়ে যেতে হয়।
স্বপ্ন তার বহুদূর সূর্য সাগরের মাঝে
এখন তোমারা আমায় বলো
এভাবেই কি কষ্ট করলে
কেষ্ট মিলে?
এভাবেই কি কষ্ট করলে
স্রষ্টা মিলে?
كلمات أغنية عشوائية
- harvey danger - sad sweet heart of the rodeo كلمات أغنية
- harvey danger - radio silence كلمات أغنية
- harvey danger - sad sweetheart of the rodeo كلمات أغنية
- harvey danger - terminal annex كلمات أغنية
- harvey danger - the same as being in love كلمات أغنية
- harvey danger - this is the thrilling conversation you've been waiting for كلمات أغنية
- harvey danger - underground كلمات أغنية
- harvey danger - what you live by كلمات أغنية
- harvey danger - war buddies كلمات أغنية
- harvey danger - wine, women and song كلمات أغنية