
coke studio bangla - ghum ghum كلمات أغنية
[chorus]
ঘুম ঘুম ঘুম, চোখে দেয় চুম
এই মন বোঝে না তো কেউ
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
ঘুম ঘুম ঘুম, চোখে দেয় চুম
এই মন বোঝে না তো কেউ
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
[instrumental break]
[verse 1]
রাজপথ জনপদে কোলাহল নেই কোনো আর
মন আমার হারালো কোথায়?
কেন এত শিহরণ জানি না লাগে প্রাণে আজ
হাতে হাত রাখে না তো কেউ
[chorus]
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
[instrumental break]
[verse 2]
ডানা নেই তবু আমি স্বপ্নের দেশে যেতে চাই
জীবনের দোদুল দোলায়
ঘুড্ডির মতো আমি বাতাসে মৃদু দুলে যাই
এই বুকে সাগরের ঢেউ
[chorus]
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
ঘুম ঘুম ঘুম, চোখে দেয় চুম
এই মন বোঝে না তো কেউ
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
ঘুম ঘুম ঘুম, চোখে দেয় চুম
এই মন বোঝে না তো কেউ
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
كلمات أغنية عشوائية
- fmb dz - the truth كلمات أغنية
- tyga - teterboro flow كلمات أغنية
- mortality rate - forms of fear كلمات أغنية
- hardfaced - these fists كلمات أغنية
- lucero - carinha de anjo (version caion gadia) كلمات أغنية
- jay muh'fuka feat. toby anbake - madi vin avan كلمات أغنية
- straight no chaser - all time low كلمات أغنية
- martín benavides feat. matiah chinaski - pequeño lugar que demolieron كلمات أغنية
- min chae - latata كلمات أغنية
- aline - quero parar mas não consigo كلمات أغنية