
coke studio bangla - ghum ghum lyrics
Loading...
[chorus]
ঘুম ঘুম ঘুম, চোখে দেয় চুম
এই মন বোঝে না তো কেউ
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
ঘুম ঘুম ঘুম, চোখে দেয় চুম
এই মন বোঝে না তো কেউ
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
[instrumental break]
[verse 1]
রাজপথ জনপদে কোলাহল নেই কোনো আর
মন আমার হারালো কোথায়?
কেন এত শিহরণ জানি না লাগে প্রাণে আজ
হাতে হাত রাখে না তো কেউ
[chorus]
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
[instrumental break]
[verse 2]
ডানা নেই তবু আমি স্বপ্নের দেশে যেতে চাই
জীবনের দোদুল দোলায়
ঘুড্ডির মতো আমি বাতাসে মৃদু দুলে যাই
এই বুকে সাগরের ঢেউ
[chorus]
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
ঘুম ঘুম ঘুম, চোখে দেয় চুম
এই মন বোঝে না তো কেউ
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
ঘুম ঘুম ঘুম, চোখে দেয় চুম
এই মন বোঝে না তো কেউ
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
Random Lyrics
- bardlew - eldorado lyrics
- ruja - sa oled mul teine lyrics
- tammany hall nyc - andy climb down lyrics
- lilcj kasino - keep ya distance lyrics
- edenbridge - the last of his kind lyrics
- panormal - ta gueule ! lyrics
- louden swain - another fool lyrics
- pilot trace ft. yung franklin - pilot trace ft. yung franklin - withdraw lyrics
- adrien broner - horses lyrics
- sad cops - liam murphy holt lyrics