
coke studio bangla - deora (দেওরা) كلمات أغنية
[verse 1: pritom hasan, ghaashphoring choir]
এত সুরে রঙিন সোনার তরী
কোথায় গেলে পাবে?
যত বারেই ফিরি ঘরে, তবু
ভরে না মন তাতে
তাতে…
হাতে লাগে রে
হাতে…
[chorus: islam uddin palakar]
আরে, হাতে লাগে ব্যথা রে
হাত ছাইড়া দাও, সোনার দেওরা রে
আরে, হাতে লাগে ব্যথা রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
হায়রে, আমরার বাড়ি আইসো দেওরা
বসতে দেবো পিড়া
হায় হায়, বসতে দেবো পিড়া
আরে, জলপান করিতে দেবো
শালিক ধানের চিড়া রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
আরে, হাতে লাগে ব্যথা রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
[verse 2: ghaashphoring choir]
ভাবি আমার পরিয়াছে লাল রঙের শাড়ি
ভাবি আমার পরিয়াছে লাল রঙের শাড়ি
দুই হাতেতে পরিয়াছে রেশমি কাচের চুড়ি
খোঁপাতে বাবলা গাছের ফুল
কানে ঝুলিতেছে ঝুমকা নামের দুল
[pre_chorus: fazlu majhi, ghaashphoring choir, pritom hasan]
আরে, আইজকা মোরা বাইচাল বাইছি মনেরই মতন
হায় হায়, মনেরই মতন
দেখো, বাইচ খেলিয়া এবার কিন্তু জীবন করবো সার্থক রে
হাত ছাইড়া দাও, সোনার দেওরা রে
হায়রে, আগা লায়ে বৈঠার সাথে মারবে তোমরা টান, হেঁইয়ো
আর ঝড়_তুফান আসিলে কিন্তু নৌকা যাবে চলি রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
[chorus: islam uddin palakar & ghaashphoring choir]
আরে, হাতে লাগে ব্যথা রে
হাতে লাগে ব্যথা রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
[outro: pritom hasan, islam uddin palakar, ghaashphoring choir]
এত সুরে রঙিন সোনার তরী
কোথায় গেলে পাবে?
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
যত বারেই ফিরি ঘরে, তবু
ভরে না মন তাতে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
যত বারেই ফিরি ঘরে, তবু
ভরে না মন তাতে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
كلمات أغنية عشوائية
- issa (jpn) - 君へ (kimi e) كلمات أغنية
- tacica - anaphylaxis كلمات أغنية
- blodrey - vamp كلمات أغنية
- jimi somewhere - moonrise كلمات أغنية
- waluśkraksakryzys - czeczerecze كلمات أغنية
- tacica - 馬鹿 (baka) كلمات أغنية
- john mayer ita - dear marie (traduzione in italiano) كلمات أغنية
- lowly - bound كلمات أغنية
- ali sorena - istgahe shahr yakh كلمات أغنية
- ote - nothing can save us كلمات أغنية