
coke studio bangla - darale duaarey كلمات أغنية
[chorus: ishaan]
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর
কে তুমি ভিখারিনী
গাহিয়া সজল চোখে
গাহিয়া সজল চোখে
বেলা_শেষের রাগিণী
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর
[instrumental]
[verse 1: ishaan]
মিনতি_ভরা আঁখি
কে তুমি ঝড়ের পাখি
কী দিয়ে জুড়াই ব্যথা
কেমনে কোথায় রাখি
কোন প্রিয় নামে ডাকি?
বলো, কোন প্রিয় নামে ডাকি?
বলো, কোন প্রিয় নামে ডাকি?
বলো, কোন প্রিয় নামে ডাকি?
বলো, কোন প্রিয় নামে ডাকি?
মান ভাঙাব মানিনী
[chorus: ishaan]
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর
[instrumental]
[verse 2: nandita, ishaan, both]
বুকে তোমায় রাখতে প্রিয়
চোখে আমার বারি ঝরে
চোখে যদি রাখতে চাই
বুকে উঠে ব্যথা ভ’রে
যত দেখি তত হায়
পিপাসা বাড়িয়া যায়
যত দেখি তত হায়
পিপাসা বাড়িয়া যায়
কে তুমি যাদুকরী?
বলো, কে তুমি যাদুকরী?
বলো, কে তুমি যাদুকরী?
বলো, কে তুমি যাদুকরী?
বলো, কে তুমি যাদুকরী?
স্বপন_মরু_চারিণী
[chorus: nandita & ishaan, both]
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর
কে তুমি ভিখারিনী
গাহিয়া সজল চোখে
গাহিয়া সজল চোখে
বেলা_শেষের রাগিণী
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর
كلمات أغنية عشوائية
- bagels and cream cheese - finsta mofo كلمات أغنية
- the hoodstarz - ya b*tch كلمات أغنية
- alec orachi - i'm fine كلمات أغنية
- red_boi_og - amigos كلمات أغنية
- 5 o'clock - правилна преценка (pravilna precenka) كلمات أغنية
- spacekook - superstitions كلمات أغنية
- wajwai - tako puno vremena كلمات أغنية
- morgendie - так рядом (so close) كلمات أغنية
- the videokids - it's not easy كلمات أغنية
- ilo ilo - come thru كلمات أغنية