
coke studio bangla - bulbuli كلمات أغنية
[chorus]
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল
আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল
আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল
[instrumental]
{verse 1]
আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশিদিন
আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশিদিন
আসেনি দখনে হাওয়া, গজল গাওয়া, মৌমাছি বিভোল
আসেনি দখনে হাওয়া, গজল গাওয়া, মৌমাছি বিভোল
[chorus]
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল
[instrumental]
{verse 2]
কবে সে ফুলকুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে
কবে সে ফুলকুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে
শিশিরের স্পর্শসুখে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপোল
শিশিরের স্পর্শসুখে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপোল
[chorus]
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল
[pre_chorus]
দোল, দোল, দোল দিয়েছি ঘুম ভেঙেছে কই?
ফাগুন এসে ডাক দিয়ে যায়, “ওঠ লো এবার সই”
দোল, দোল, দোল দিয়েছি ঘুম ভেঙেছে কই?
ফাগুন এসে ডাক দিয়ে যায়, “ওঠ লো এবার সই”
ভাঙাবোই ঘুম তোর, আশাতে_নেশাতে না জেগে জেগে রই
দখিনা এলো ওই, অলিরা_পাখিরা তোমারই প্রেমেতে রই
[chorus]
“ওঠ, ওঠ, ওঠ” লো রে সই, ফাগুন এলো ঐ
দখিন হাওয়া ডাক দিয়ে যায়, মনের মানুষ কই?
“ওঠ, ওঠ, ওঠ” লো রে সই, ফাগুন এলো ঐ
দখিন হাওয়া ডাক দিয়ে যায়, মনের মানুষ কই?
كلمات أغنية عشوائية
- jokeren - bøn fra en player (outro) كلمات أغنية
- wxlfman - status quote كلمات أغنية
- bdotadot5 - crank dat steve kerr كلمات أغنية
- @tehemtetalorem - téhèm كلمات أغنية
- kase.o - basureta (tiempos raros) كلمات أغنية
- hzop - w tych słowach jest moc كلمات أغنية
- manny love - 90s كلمات أغنية
- qla - magiczna wyliczanka كلمات أغنية
- david banner - marry me كلمات أغنية
- vinkoss - pour les vrais كلمات أغنية