
coke studio bangla - bonobibi lyrics

[intro: jahura baul]
বনবিবির পায়ে রে
ফোটে বুনো রোদের ফুল
[verse 1: jahura baul, bauls]
ব্যাঙ ডাকে ঘন ঘন
শীঘ্র হবে বৃষ্টি জানো
যদি হয় চৈতে বৃষ্টি
তবে হবে ধানের সৃষ্টি
জ্যৈষ্ঠতে তারা ফোটে
তবে জানবে বর্ষা বটে
গাছে গাছে আগুন জ্বলে
বৃষ্টি হবে খনায় বলে
ব্যাঙ ডাকে ঘন ঘন
শীঘ্র হবে বৃষ্টি জানো
যদি হয় চৈতে বৃষ্টি
তবে হবে ধানের সৃষ্টি
জ্যৈষ্ঠতে তারা ফোটে
তবে জানবে বর্ষা বটে
গাছে গাছে আগুন জ্বলে
বৃষ্টি হবে খনায় বলে
[chorus: shibu k_mer shill]
বনবিবির পায়ে রে
ফোটে বুনো রোদের ফুল
তামাটে শরীর পোড়ে
কিষাণীর ঘামে ভেজা মুখ
লাল মেঘে বৃষ্টি ঝরে আদিবাসী কোনো গ্রামে
তোমার কান্না আমার কান্না ঝিরিপথ হয়ে নামে
[chorus: shibu k_mer shill]
ও, ও, ও পাখি
ঠোঁটে তুলে নাও খড়কুটো গান
ও, ও, ও রাখাল
মিথ্যে বাঘের গল্প শোনাও
ও, ও, ও পাখি
ঠোঁটে তুলে নাও খড়কুটো গান
ও, ও, ও রাখাল
মিথ্যে বাঘের গল্প শোনাও
[instrumental]
[verse 2:jahura baul, bauls]
সুবোধ ফলায় সুবাসের জমি
সাঁওতাল গ্রামের পাশে
নোঙর ফালাইলো মাঝি
সোজন বাইদার ঘাটে
বাঁশির সুর ভাইসা আইলো
দূরে সুলতানের গাঁ
মটর শাকে পেঁচাইয়া ধরলো নববধুর পা
মটর শাকে পেঁচাইয়া ধরলো নববধুর পা
আঁটি ধান শক্ত বাহু
আজগর হাটে আড়ে
জমিলা ঢেকিতে পার
মারে গানের তালে
[bridge:jahura baul, bauls]
হো হো হো…
হো হো হো…
হো হো হো…
হো হো হো…
হো হো হো…
হো হো হো…
হো হো হো…
হো হো হো…
[verse 3: shibu k_mer shill]
পোকামাকড়ের কুহক বাজে সবুজ অন্ধকারে
ঘন জঙ্গলে ময়ূর নাচে আদিম তালে তালে
তোমার নিহত সুরের কসম গর্জে তীর ধনুকে
এই পৃথিবীর মরা ঘাসে তবু মুক্তির ফুল ফোটে
[chorus: shibu k_mer shill]
ও, ও, ও পাখি
ঠোঁটে তুলে নাও খড়কুটো গান
ও, ও, ও রাখাল
মিথ্যে বাঘের গল্প শোনাও
ও, ও, ও পাখি
ঠোঁটে তুলে নাও খড়কুটো গান
ও, ও, ও রাখাল
পৃথিবীর শেষ গানটা শোনাও
[outro: shibu k_mer shill, jahura baul]
ও পাখি…
ও রাখাল…
বনবিবির পায়ে রে
ও, ও, ও রাখাল
পৃথিবীর শেষ গানটা শোনাও
ও, ও, ও পাখি
ঠোঁটে তুলে নাও খড়কুটো গান
ও, ও, ও রাখাল
পৃথিবীর শেষ গানটা শোনাও
كلمات أغنية عشوائية
- les trois accords - st-bruno (nuit de la poésie iii) lyrics
- guilla - glow on lyrics
- pouya - by yo side lyrics
- zgto - band man lyrics
- trent harmon - drink you away lyrics
- giorgio poi - ruga fantasma lyrics
- tori amos and samuel adamson - the light princess lyrics
- saint phnx - shake lyrics
- te dness - pluggg lyrics
- papamitrou - la gen met lyrics