
city of ashes - decay كلمات أغنية
Loading...
আধো আলোতে মন ছুঁয়েছে
অন্ধকার একলা
চোখে চশমা মনে অন্ধ;
আয়নাতে চোখ ছোঁয়।
মিছেমিছি ভয় পাওয়া
আবার হারিয়ে মেঘটা
মনে মনে ধরে হাঁটা;
আমার ভাললাগা।
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে।
তবু ভয় হয় মনে সংশয়
কত সংলাপ ফিকে হয়
তবু ভয় হয় মনে সংশয়
আবার হারিয়ে মেঘটা
মনে মনে ভাল লাগা;
আমার ভালবাসা।
كلمات أغنية عشوائية
- dro kenji - sometimes كلمات أغنية
- nerd connection - planet earth كلمات أغنية
- s4eed (tha) - ทุกลมหายใจ (every breath) كلمات أغنية
- team starkid - bury the bully كلمات أغنية
- sesame street - singing in the shower كلمات أغنية
- бредишь (bredish) - 19:99 كلمات أغنية
- podočnjaci - zalazak كلمات أغنية
- costals - peu de choses كلمات أغنية
- dan + shay - neon cowgirl كلمات أغنية
- scy jimm - ain't original كلمات أغنية