chitra singh - akash meghe dhaka (original) كلمات الأغنية
Loading...
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে ।।
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
সেদিনও এই ক্ষনে সজলও ছিলো হাওয়া
কেয়ার বনে তারো ছিলো যে আশা যাওয়া ।।
যুঁথির সুরভিতে আঙ্গিনা ছিলো ভরে
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে ।
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
এখনো সেই স্মৃতি বুকেতে বয়ে চলি
নিজেরো সাথে আমি নিজেই কথা বলি
স্মৃতির মনিমালা সবার চেয়ে দামি
আজও তা পড়ে আছি ভুলিনিতো কিছু আমি ।।
এখনো বসে আছি হারানো খেলা ঘরে
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
كلمات أغنية عشوائية
- mort2022 - current كلمات الأغنية
- juana molina - sálvese quien pueda (juana's epic re-version) كلمات الأغنية
- alex anwandter - que piensas hacer sin mi amor? كلمات الأغنية
- yuc'e (jp) - cinderella syndrome كلمات الأغنية
- kolakar - xomoysya كلمات الأغنية
- noa (jpn) - it ain't over كلمات الأغنية
- jakone & a.v.g & bagardi & goro & asatro - с тобой كلمات الأغنية
- capability brown - i am and so are you كلمات الأغنية
- prototype - porsche macan كلمات الأغنية
- prompts - locust كلمات الأغنية