
chitra singh - akash meghe dhaka (original) كلمات أغنية
Loading...
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে ।।
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
সেদিনও এই ক্ষনে সজলও ছিলো হাওয়া
কেয়ার বনে তারো ছিলো যে আশা যাওয়া ।।
যুঁথির সুরভিতে আঙ্গিনা ছিলো ভরে
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে ।
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
এখনো সেই স্মৃতি বুকেতে বয়ে চলি
নিজেরো সাথে আমি নিজেই কথা বলি
স্মৃতির মনিমালা সবার চেয়ে দামি
আজও তা পড়ে আছি ভুলিনিতো কিছু আমি ।।
এখনো বসে আছি হারানো খেলা ঘরে
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
كلمات أغنية عشوائية
- sosa reckless - 1st quarter كلمات أغنية
- sign of cain - thunders never followed كلمات أغنية
- gavin osborn - jamie cook كلمات أغنية
- maija vilkkumaa - tähti كلمات أغنية
- ponctuation - nouvelle-calédonie كلمات أغنية
- strange case - the goodbye song كلمات أغنية
- matt minigell - lucy كلمات أغنية
- silverdon - סילברדון - try yuh best كلمات أغنية
- mr. vegas - nobody greater كلمات أغنية
- point of no return - letargia كلمات أغنية