chandrabindoo - toker jatna nin كلمات الأغنية
কুচিকুচি করে কেটে শসা
বেসন দুধেতে নিন গুলে
ফিরে যাবে চামড়ার দশা
রাত্রে লাগিয়ে গালে শুলে
আয়নার সামনেতে কেন
বৃথা দিন কাটে চিন্তাতে
মেহেন্দি গোলাই তো আছে
ডিমও ফেটিয়ে নিন তাতে
এরেপর বাথরুমে মেখে নিন চুপিচুপি
ত্বকের যত্ন নিন
ত্বকের যত্ন নিন
ত্বকের যত্ন নিন
ত্বকের যত্ন নিন
ত্বকের যত্ন নিন
ত্বকের যত্ন নিন
ত্বকের যত্ন নিন
ত্বকের যত্ন নিন
ত্বকের যত্ন নিন
এমনিতে দুধ খেতে ভালো
আরও ভালো সরটুকু খেতে
লোভে পড়ে খাবেন না যেন
লাগান নাক এর সামনেতে
এরে ফলে উপকার পাবেন
চামড়া যাবে না এতে ফেটে
জিভ যদি সুড়সুড় করে
সামান্য খেয়ে নিন চেটে
দেখবেন কি দারুণ mother dairy খেতে
ত্বকের যত্ন নিন
ত্বকের যত্ন নিন
ত্বকের যত্ন নিন
ত্বকের যত্ন নিন
ত্বকের যত্ন নিন
ত্বকের যত্ন নিন
ত্বকের যত্ন নিন
ত্বকের যত্ন নিন
ত্বকের যত্ন নিন
চোখের দৃষ্টি হবে গাঢ়
নিয়মিত দিলে মাস্কারা
মনোমত সঙ্গীও পাবেন
চট করে যাবে বশ করা
ত্বক যত চকচকে হবে
চোখের চামড়া হবে পুরু
পথেঘাটে শুনতেও পাবেন
কি জিনিস বানিয়েছো গুরু!
লেজ_কাটা প্রেমিকের ডানা_কাটা পরী হউন
ত্বকের যত্ন নিন
ত্বকের যত্ন নিন
ত্বকের যত্ন নিন
ত্বকের যত্ন নিন
ত্বকের যত্ন নিন
ত্বকের যত্ন নিন
ত্বকের যত্ন নিন
ত্বকের যত্ন নিন
ত্বকের যত্ন নিন
كلمات أغنية عشوائية
- pamungkas - risalah hati كلمات الأغنية
- the two, fallen oceans - help me كلمات الأغنية
- hikaricomms - buae كلمات الأغنية
- khánh juno - f.l.e.x 3 كلمات الأغنية
- rodrigo leite - um dia, lá na judeia كلمات الأغنية
- treytreytrey - trey’s temperament كلمات الأغنية
- rapnos - sen yoksun كلمات الأغنية
- inferno nuclear - anarquia كلمات الأغنية
- zachary bryner - synthetic nightmare كلمات الأغنية
- sal - les filles كلمات الأغنية