![kalimah.top](https://kalimah.top/extra/logo.png)
chandrabindoo - riskawala كلمات الأغنية
আমি যে রিস্কাওয়ালা
দিন কি এমন যাবে
বলি কি ও মাধবী
তুমি কি আমার হবে
আমি যে রিস্কাওয়ালা
আমি যে রিস্কাওয়ালা
দিন কি এমন যাবে
বলি কি ও মাধবি
তুমি কি আমার হবে
আমি যে রিস্কাওয়ালা
আকাশে সুর্য ওঠে
পুকুরে পদ্ম ফোটে
আকাশে সুর্য উঠে গো…
আকাশে সুর্য ওঠে
পুকুরে পদ্ম ফোটে
হৃদয়ে কুটিনো কুটে
অসহ মদনজালা
আমি যে রিস্কাওয়ালা
আমি যে রিস্কাওয়ালা
দিন কি এমন যাবে
বরাবর পাগ্লা ভোলা
নিশিদিন ফুল কুড়াবে
আমি যে রিস্কাওয়ালা
দিন যায় সন্ধে ঢলে
গরুতে হাম্বা বলে
দিন যায় সন্ধে ঢলে
গরুতে হাম্বা বলে
জ্বলেলে পাড়ার কলে
তুমি হও চাঁদের কনা
আমি যে রিস্কা সোনা
আমি যে রিস্কা সোনা
দিন কি এমন যাবে
সকালে ভাত খাবনা
রাতে রাত আমায় খাবে
আমি যে রিস্কাওয়ালা
জ্বলে যায় জ্বলের পোকা
স্কুলে যায় কোলের খোকা
জ্বলে যায় জ্বলের পোকা…
ও…
জ্বলে যায় জ্বলের পোকা
স্কুলে যায় কোলের খোকা
বসে রয় হদ্দবোকা
দু’চোখে তোমার ছবি
আমি যে রিস্কা কবি গো
আমি যে রিস্কা কবি
দিন কি এমন যাবে
বলি কি হে মাধবি
তুমি আর আসবে কবে
আমি যে রিস্কাওয়ালা
আমি যে রিস্কাওয়ালা
আমি যে রিস্কাওয়ালা
كلمات أغنية عشوائية
- melis bilen - pazar sabahi كلمات الأغنية
- amanda gentry - laying there كلمات الأغنية
- scarlett belle - loverboy كلمات الأغنية
- makayla dawn - we're through كلمات الأغنية
- gigolo aunts - girl from yesterday كلمات الأغنية
- nigahiga - shed a tear كلمات الأغنية
- blood on the dancefloor - death to your heart! كلمات الأغنية
- kailash kher - saiyyan كلمات الأغنية
- h town - knockin da boots كلمات الأغنية
- jesus culture - you are my passion كلمات الأغنية