
chandrabindoo - riskawala كلمات أغنية
আমি যে রিস্কাওয়ালা
দিন কি এমন যাবে
বলি কি ও মাধবী
তুমি কি আমার হবে
আমি যে রিস্কাওয়ালা
আমি যে রিস্কাওয়ালা
দিন কি এমন যাবে
বলি কি ও মাধবি
তুমি কি আমার হবে
আমি যে রিস্কাওয়ালা
আকাশে সুর্য ওঠে
পুকুরে পদ্ম ফোটে
আকাশে সুর্য উঠে গো…
আকাশে সুর্য ওঠে
পুকুরে পদ্ম ফোটে
হৃদয়ে কুটিনো কুটে
অসহ মদনজালা
আমি যে রিস্কাওয়ালা
আমি যে রিস্কাওয়ালা
দিন কি এমন যাবে
বরাবর পাগ্লা ভোলা
নিশিদিন ফুল কুড়াবে
আমি যে রিস্কাওয়ালা
দিন যায় সন্ধে ঢলে
গরুতে হাম্বা বলে
দিন যায় সন্ধে ঢলে
গরুতে হাম্বা বলে
জ্বলেলে পাড়ার কলে
তুমি হও চাঁদের কনা
আমি যে রিস্কা সোনা
আমি যে রিস্কা সোনা
দিন কি এমন যাবে
সকালে ভাত খাবনা
রাতে রাত আমায় খাবে
আমি যে রিস্কাওয়ালা
জ্বলে যায় জ্বলের পোকা
স্কুলে যায় কোলের খোকা
জ্বলে যায় জ্বলের পোকা…
ও…
জ্বলে যায় জ্বলের পোকা
স্কুলে যায় কোলের খোকা
বসে রয় হদ্দবোকা
দু’চোখে তোমার ছবি
আমি যে রিস্কা কবি গো
আমি যে রিস্কা কবি
দিন কি এমন যাবে
বলি কি হে মাধবি
তুমি আর আসবে কবে
আমি যে রিস্কাওয়ালা
আমি যে রিস্কাওয়ালা
আমি যে রিস্কাওয়ালা
كلمات أغنية عشوائية
- fleetwood mac - landslide كلمات أغنية
- yung prince - paper chasing كلمات أغنية
- bullet for my valentine - ten years كلمات أغنية
- ernie aldaco - lets celebrate tonight كلمات أغنية
- lamb of god - blood of the scribe كلمات أغنية
- autovaughn - our confidence كلمات أغنية
- widespread panic - porch song كلمات أغنية
- krs one - nine millimeter goes bang كلمات أغنية
- jarvis cocker - magic works كلمات أغنية
- behind crimson eyes - miss heartbreaker كلمات أغنية