
chandrabindoo - ebhabeo phire asha jay كلمات أغنية
ফিকে হয়ে আসা অন্ধকার
প্লাটফর্মে ধোঁয়া ওঠা চায়ের ভার
ফিকে হয়ে আসা অন্ধকার
প্লাটফর্মে ধোঁয়া ওঠা চায়ের ভার
জানলার কাঁচটাতে লেগে থাকা শূন্যতা
সশব্দে ছুটে চলে ট্রেন
ফেলে আসা মুখগুলো ভোরবেলায়
লুকোচুরি আর চোর_চোর খেলায়
ফেলে আসা মুখগুলো ভোরবেলায়
লুকোচুরি আর চোর_চোর খেলায়
কুয়োতলা মুখোমুখি জড়তার বাধা ঠেলে
আমাকে কি কিছু বলছেন?
বলতে পারিনি তার যেটুকু যা ভাষা ছিল
কেঁপে ওঠা চোখের পাতায়
তারপর ভোরবেলা ডিঙিয়েছি চৌকাঠ ভয়ানক সতর্কতায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়
খুনসুটি, গান, হাসি, মেয়ের দল
ভালো লেগে গেল এই মফস্বল
খুনসুটি, গান, হাসি, মেয়ের দল
ভালো লেগে গেল এই মফস্বল
বিকেলে রোদ ছিল, আর অনুরোধ ছিল
আরেকটা বাউল শোনান
কটকটি, চ্যাপ্টি, ফুলঝুড়ি
ডাকবে না নামগুলো বিচ্ছিরি
কটকটি, চ্যাপ্টি, ফুলঝুড়ি
ডাকবে না নামগুলো বিচ্ছিরি
ফের যদি ডাকো তবে
খিমচি বা খামচির অকারণ আদান_প্রদাণ
বুঝতে পারিনি তার যেটুকু যা ভাষা ছিল
আলগোছে হাতের ছোঁয়ায়
তারপর ভোরবেলা ডিঙিয়েছি চৌকাঠ ভয়ানক সতর্কতায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়
আড্ডা বা গান শেষ হয় যখন
কলকাতা কলকাতা মন কেমন
আড্ডা বা গান শেষ হয় যখন
কলকাতা কলকাতা মন কেমন
যন্ত্রণা সারা গায়ে, ধুচ্ছাই, পাড়াগাঁয়ে
ছাইপাশ জমা অ্যাশট্রে
কানে লেগে থাকা সেই আর্তনাদ
দু’টো দিন থেকে গেলে পারতো না
কানে লেগে থাকা সেই আর্তনাদ
দু’টো দিন থেকে গেলে পারতো না
তাই আড্ডার ঠেকে হোক, সাউথের লেকে হোক
না জানিয়ে চলে যায় ট্রেন
চাইতে পারিনি আমি ও চোখের সোজাসুজি
রিকশার ভীষণ তাড়ায়
হয়তোবা কোনোদিন সে সাহস ফিরে পাবো
আগামীর কোন সংখ্যায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়
كلمات أغنية عشوائية
- kath moskvina - where to run? كلمات أغنية
- john r. miller - lights of the city كلمات أغنية
- lyriq & snizov - скандал (scandal) كلمات أغنية
- cubby kamikaze - pretty girl on the run! كلمات أغنية
- camping in alaska - comeback kid كلمات أغنية
- g-wizz, the slayer - godly كلمات أغنية
- ynkeumalice - grinch (trailer) كلمات أغنية
- mahmoudelsefy - eid sa3ed كلمات أغنية
- ksiker - мне нужен новый (i need a new one) كلمات أغنية
- zadpot_77 - песок (sand) كلمات أغنية