kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

chandrabindoo - conductor كلمات أغنية

Loading...

কন্ডাক্টর বাস ভাড়া চায় না
সুন্দরীরা ডাকছে পার্কে
বাচ্চাদের হুলুস্থুল বায়না

কেন আমি নেই cartoon network-এ
আর ঋতুপর্ণ পা এ ওল্টায়
এই বাজেট সামলাবো কি করিয়া?
তাই নামলুম challenging রোলটায়
আমি ‘চোখের বালি’ তে ঐশ্বরিয়া

না না ভগবান এ কি partiality, হ্যাঁ?
আরে, একটা তো জায়গা চাই থামবার
দেখো আমি গাইলেই লোকে মারে সিটি
আর নাচলেই ভাবে আইটেম নাম্বার
দেবতার মতন চেহারা
দেখে লজ্জায় গুটিয়ে যায় আয়না
কন্ডাক্টর বাস ভাড়া চায় না
আর বেতালকে ছেড়ে আসছে ডায়না

এর মধ্যেই কেমন প্রসিদ্ধ
আমায় কত লোকে যাচ্ছে দেখে
আরে এই তো সেদিনকে এক বৃদ্ধ
এলেন সুদূর রাঁচি থেকে
তিনি মন দিয়ে দেখলেন নাড়ি (বাহবা)
শুনলেন আমার লেখা পদ্য
বোধ হয় সম্বর্ধনা পেতে পারি, বুঝলেন?
গিয়ে থাকতেও বললেন দিন চৌদ্দ

রাঁচিতে নাকি সব বন্ধু
আমার পথ চেয়ে হয় হন্যে
আর এদিকে বাড়ির লোকেরাও তো খুব ব্যস্ত পাঠাবার জন্যে
কিন্তু চাইলেই তো যাচ্ছি না, ক’দিন এখনও আছি
তদ্দিন আমি যে রাজা, আরে আমাকে তো কেউ খাটায় না
আমি প্রতিবন্ধীর সিটে বসি
তাই কন্ডাকটর বাস ভাড়া চায় না

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...