
chandrabindoo - bhindeshi tara كلمات أغنية
আমার ভিনদেশি তারা
একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্প বলো কাকে?
আমার রাত জাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ি
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ি
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার চোখ বেঁধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি
তুমি মায়ের মতোই ভালো
আমি একলাটি পথ হাঁটি
আমার বিচ্ছিরি এক তারা
তুমি নাও না কথা কানে
তোমার কিসের এতো তাড়া?
রাস্তা পার হবে সাবধানে
তোমার গায় লাগে না ধুলো
আমার দু’মুঠো চাল_চুলো
তোমার গায়ে লাগে না ধুলো
আমার দু’মুঠো চাল_চুলো
রাখো শরীরে হাত যদি
আর জল মাখো দুই হাতে
please ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপের রাতে
আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাই না ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী
আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাই না ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী
كلمات أغنية عشوائية
- tamia - not for long كلمات أغنية
- naturally trash - extraordinaire كلمات أغنية
- sat. nite duets - born to walk كلمات أغنية
- ruston kelly - blackout كلمات أغنية
- banda de la muerte - cuando no hay más que perder كلمات أغنية
- toto - we'll keep on running كلمات أغنية
- cintia disse - the cup song (cover) كلمات أغنية
- jigzaw - nie wieder anträge كلمات أغنية
- earlmikemane - tha demon nite clubb كلمات أغنية
- single mothers - signs كلمات أغنية