cfu36 & critical mahmood - maduli كلمات الأغنية
[verse 1: cfu36]
আসসালামু আলাইকুম, চইলা আসছি আবার
এত কষ্ট দিসেন দিলডা এহন হইয়া গেসে rubber (what?)
মানত করসে মামায় লেংটা বাবার দরবারে (আয়_হায়)
২৪ ঘণ্টায় direct action ফলাফল দেখ সোমবারে
যার লাইগা করলি মানত খুইলা ঘুরে ঘোমটা রে
selfie তুইলা upload দেয় বইসা আছি honda_রে
এইডা দেখ কোনডা রে? কোন চিপার গুন্ডা রে
কোনদিক দিয়া ধিপায় দিমু শান্তি পাইবো মনডা রে
এনে হাঙ্গা বইয়া গেসে ঠোলার লগে ল্যাওড়া ফর্মায় (ঠোলা)
ওগো দেখলে মনডা কইতে চায়, “তর মায়রে __ খানকির_পোলা”
দনিয়া college gate_এর মোচড়ে, hit লাগাই দেখ বছরে
এইডা ৩৬ এর মাদুলি আয় লাগাই দেই তর কোমড়ে
পাগল হইবো ভ্রমরে, ডুব দিবি সঙ্গীত সাগরে
নিজের লাইগা গান বানা ব্যাডা চিন্তা করোস কাগোরে?
টান দিয়া টাঙ্গুয়ার হাওরে, চলি উপরওয়ালার power_এ
যা দিয়া দিসে উপরওয়ালায় দেয় নাই তগো কাউরে, b_tch!
[chorus: cfu36]
দনিয়া college gate_এ mic লাগায়া
mic_এর ভিত্রে jack লাগায়া
36_এর track লাগায়া
glass_এর মধ্যে peg লাগায়া
বাজা উরকে_পারকে, public এত ক্ষার ক্যা?
বাজা উরকে_পারকে, public এত ক্ষার ক্যা?
দনিয়া college gate_এ mic লাগায়া
ভাই_ব্রাদার সব ডাকায়া
glass_এর মধ্যে peg লাগায়া
কাঁন্ধের মধ্যে bag লাগায়া
বাজা উরকে_পারকে, public এত ক্ষার ক্যা?
বাজা উরকে_পারকে, public এত ক্ষার ক্যা?
[verse 2: critical mahmood]
cfu বাড়ায় দাও না sound_টারে (yeah)
কইতে দাও না বালডা রে (yo)
ফাটা কলসি বাজে বেশি
জবাব দিমু counter_এ (haha)
হাঁটা শিখসে দুইদিন আগে
পোলায় বাপের আগেই ফাল পারে (d_mn)
চেয়ারম্যানে chair পায় না আসন খুঁজে মেম্বারে (dayum!)
এডির মাস্তানি সব shelter_এ
গুণ্ডামি চলে না এনে, টাকা চালায় গুণ্ডারে
এই, ক ভাড়া করুম কয়ডা রে?
উঠতি বয়স গোড়ায় গলদ চুটকি মারুম আন্ধারে
জ্ঞানী আলাপ বাদ, এমন জাত বোকাচোদা শতভাগ
ঘিলু চাবি জায়নামাজে নফল পইড়া দুই রাকাত
মরসে শান্তির মা’য়, শান্তি নাচে, media_রে ডাক
মাথামোডা সব তাই ঢাকতে চায় মাছ দিয়া শাঁক
ভেজাল ওগো system_এ
আমার bar লাগে ভার ওগো sick brain_এ (sick brain_এ)
bro, distance মাইনা চলা destiny তোর
আমি গোবরে পদ্ম, তোরা কীট drain_এর (কীট drain_এর)
[pre_chorus: critical mahmood]
public এত ক্ষার ক্যা?
গান বাজা উরকে_পারকে (yeah)
football খেলি turf_এ (yeah)
এহনও শিশুপার্কে তোরা
এত ক্ষার ক্যা?
গান বাজা উরকে_পারকে
football খেলি turf_এ
এহনও শিশুপার্কে তোরা
[chorus: cfu36]
দনিয়া college gate_এ mic লাগায়া
mic_এর ভিত্রে jack লাগায়া
36_এর track লাগায়া
glass_এর মধ্যে peg লাগায়া
বাজা উরকে_পারকে, public এত ক্ষার ক্যা?
বাজা উরকে_পারকে, public এত ক্ষার ক্যা?
দনিয়া college gate_এ mic লাগায়া
ভাই_ব্রাদার সব ডাকায়া
glass_এর মধ্যে peg লাগায়া
কাঁন্ধের মধ্যে bag লাগায়া
বাজা উরকে_পারকে, public এত ক্ষার ক্যা?
বাজা উরকে_পারকে, public এত ক্ষার ক্যা?
[outro: cfu36]
যাত্রাবাড়ী…
كلمات أغنية عشوائية
- bethlehem - die anarschie beifrung der augenzeugenreligion كلمات الأغنية
- bethlehem - schatten aus der alexander welt كلمات الأغنية
- bethlehem - radio ein (radiosendung 1) كلمات الأغنية
- bethzaida - dawn (part ii) كلمات الأغنية
- bethlehem - teufelverruckt gottdreizehn كلمات الأغنية
- busta rhymes - outro - the burial song كلمات الأغنية
- bethzaida - the curtain falls (the tale continues) كلمات الأغنية
- beto vazquez infinity - lonely in the wood كلمات الأغنية
- beto vazquez infinity - little sasha كلمات الأغنية
- beto vazquez infinity - lord of the sky كلمات الأغنية