kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

captain - ami jare bhalobashi كلمات الأغنية

Loading...

আমি যারে ভালবাসি
তারে আবার বাসি না
ও কেন তারে ভাল লাগে না, লাগে না

আমি যারে ভালবাসি গো

আমি যারে ভালবাসি
তারে আবার বাসি না
ও কেন তারে ভাল লাগে না, লাগে না
আমি যারে ভালবাসি গো

ঘরের মায়ায় টানে মোরে
বাহিরেও যে ছাড়ে নারে
ঘরের মায়ায় টানে মোরে রে…
ঘরের মায়ায় টানে মোরে
বাহিরেও যে ছাড়ে নারে
রঙ্গিলা দো-টানায় পইড়া
রঙ্গিলা দো-টানায় পইড়া
সন্নাসীও হইতে পারলাম না

আমি যারে ভালবাসি
তারে আবার বাসি না
ও কেন তারে ভাল লাগে না, লাগে না
আমি যারে ভালবাসি গো

ঘুরলাম কত বৈদেশ বন্দর
পাইলাম না তো একটা অন্তর
ঘুরলাম কত বৈদেশ বন্দর রে…
ঘুরলাম কত বৈদেশ বন্দর
পাইলাম না তো একটা অন্তর
যা দেখি তাই হাওয়ায় মিঠাই
যা দেখি তাই হাওয়ায় মিঠাই
আসলের আসল কিছু না

আমি যারে ভালবাসি
তারে আবার বাসি না
ও কেন তারে ভাল লাগে না, লাগে না
আমি যারে ভালবাসি গো

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...