cactus (kolkata) - bondhu re كلمات الأغنية
Loading...
তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে
মনেতে খুশির বাহার
মনেতে খুশির বাহার
চোখেতে জল ঝরে
বধু রে .. বধু রে .. বধু রে ..
তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে।
কোথায় পেলি সোনার কাঁঠি
আমার পরাণ ভ্রমর
কোন সে ঘুমের থেকে জেগে
কোন সে ঘুমের থেকে জেগে
জড়ায় ফুলের কোমর।
বধু রে .. বধু রে .. বধু রে ..
তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে
মন_পাহাড়ের কোলে বরফ
তোর পরশে গলে
আমি বুঝি আমার পরাণ
আমি বুঝি আমার পরাণ
নদী বয়ে চলে।
বধু রে .. বধু রে .. বধু রে ..
তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে
ও.. মনেতে খুশির বাহার
মনেতে খুশির বাহার
চোখেতে জল ঝরে
বঁধু রে .. বঁধু রে .. বঁধু রে ..
كلمات أغنية عشوائية
- dani apeldoorn - studiosessie 331 - 101 barz كلمات الأغنية
- mirdza zīvere - dziesma par rozīti كلمات الأغنية
- dueljewel - etsu كلمات الأغنية
- isly - shadow كلمات الأغنية
- big red - africa كلمات الأغنية
- enrique guzman - popotitos كلمات الأغنية
- souto mc - ritual كلمات الأغنية
- karmina - let go of me كلمات الأغنية
- young guns (uk) - stitches كلمات الأغنية
- mlodyskiny - wasted كلمات الأغنية