
cactus (kolkata) - bondhu re كلمات أغنية
Loading...
তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে
মনেতে খুশির বাহার
মনেতে খুশির বাহার
চোখেতে জল ঝরে
বধু রে .. বধু রে .. বধু রে ..
তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে।
কোথায় পেলি সোনার কাঁঠি
আমার পরাণ ভ্রমর
কোন সে ঘুমের থেকে জেগে
কোন সে ঘুমের থেকে জেগে
জড়ায় ফুলের কোমর।
বধু রে .. বধু রে .. বধু রে ..
তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে
মন_পাহাড়ের কোলে বরফ
তোর পরশে গলে
আমি বুঝি আমার পরাণ
আমি বুঝি আমার পরাণ
নদী বয়ে চলে।
বধু রে .. বধু রে .. বধু রে ..
তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে
ও.. মনেতে খুশির বাহার
মনেতে খুশির বাহার
চোখেতে জল ঝরে
বঁধু রে .. বঁধু রে .. বঁধু রে ..
كلمات أغنية عشوائية
- xanman - xanstyle pt. 2 كلمات أغنية
- amoral - on the other side pt. i كلمات أغنية
- younger then - lonely holy كلمات أغنية
- t.m.revolution - arterial fear كلمات أغنية
- nadya - refugee كلمات أغنية
- vic mane - komt goed كلمات أغنية
- ginette reno - jusqu'au matin كلمات أغنية
- approaching nirvana - bedroom lies (feat. none like joshua & veela) كلمات أغنية
- p!nk - get the party started (remix) كلمات أغنية
- ov7 - volverás كلمات أغنية